Thursday, December 18, 2025

মোহনবাগানে থাকা নিয়ে বড় ইঙ্গিত দিলেন মোলিনা

Date:

Share post:

আইএসলএলে দ্বিমুকুট জয়ী। মোহনবাগানের(MBSG) আগামী মরসুমের কোচ কী থাকছেন হোসে মোলিনা(Jose Molina)। আইএসএলে যাত্রা শেষ হওয়ার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। সাংবাদিক সম্মেলনে এসে অবশ্য নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন। নিশ্চিত না করলেও, মোলিনা কিন্তু আশাবাদী। আগামী মরসুমেও মোহনবাগানের(mbsg) কোচের পদে হয়ত থাকতে চলেছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। কারণ তাঁকে দেওয়া শর্ত যে পূরণ করেছেন মোলিনা।

মোহনবাগানের সঙ্গে তাঁর চুক্তি একবছরের। চুক্তি বাড়ানোর ক্ষেত্রে তাঁকে একটাই শর্ত দিয়েছিল ম্যানেজমেন্ট। লিগশিল্ড বা আইএসএল ট্রফি জেতাতে হবে তাঁকে। মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের লক্ষ্যে অবিচল ছিলেন হোসে মোলিনা। তাঁর ছোঁয়াতে এবারের মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) হয়ে গিয়েছিল অশ্বমেধের ঘোড়া। লিগ শিল্ড আগেই জিতে গিয়েছিল। অপেক্ষাটা ছিল আইএসএল ট্রফি জেতা। শনিবাসরীয় রাতে সেটাই হল। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়ান্ট। তৃপ্ত হোসে মোলিনা। ম্যাচ শেষেই ক্লাবে তাঁর ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মোলিনা(Jose Molina)।

সাংবাদিক সম্মেলনে এসে মোলিনা(Jose Molina) জানিয়েছেন, “আমার সঙ্গে ক্লাবের একবছরের চুক্তি হয়েছিল। যদি লিগশিল্ড বা আইএসএল ট্রফি জেতাতে পারি তাহলে আরও একবছরের চুক্তি বাড়াবে বলেছিল। দুটোই জিতেছি। এবার ওদের সঙ্গে কথা বলব। দেখি আমাকে ওরা রাখতে চায় কিনা। তবে আশা করছি আমাকে রাখবে”।

হোসে মোলিনার এমন মন্তব্যের পরই কার্যত চিত্রটা অনেকটা পরিস্কারই হয়ে গিয়েছে। আগামী মরসুমের জন্যও যে মোলিনার ওপরই ভরসা রাখবে মোহনবাগান সুপারজায়ান্ট তা বেশ স্পষ্ট। যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত কোনও কিছুই জানানো হয়নি। সামনে রয়েছে সুপার কাপ। এরপরই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত।

আইএসএলে যোগ দেওয়ার পর এই প্রথমবার দ্বিমুকুট জিতেছে মোহনহবাগান। বাংলার প্রথম দল হিসাবে আইএসএলে শিল্ড এবং ট্রফ দুটোই জিতেছে মোহনবাগান। ম্যাচ শেষ হতেই কোচ থেকে ফুটবলাররা মেতেছিলেন সেলিব্রেশনে। যে রেশ চলেছে টিম হোটেল ফেরার পরও। আপাতত কয়েকটা দিনের বিরতি। এরপরই শুরু হবে সুপার কাপের প্রস্তুতি।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...