Thursday, November 6, 2025

আইএসএলে(ISL) দ্বিমুকুট জয়ী মোহনবাগান(MBSG)। উৎসবে মাতোয়ারা সমর্থকরা। ড্রেসিংরুমে ফিরে সেলিব্রেশন শরু ফুটবলারদেরও। সেই আনন্দের মুহূর্তেই আইপিএলের মঞ্চ থেকে মোহনবাগান সুপারজায়ান্টকে শুভেচ্ছা বার্তা ঋষভ পন্থের(Rishabh Pant)। শুধু তিনিই নন, শুভেচ্ছে বার্তা পাঠালেন আরও বঙ্গ তনয় আকাশদীপ(Akashdeep)। মোহনবাগান সুপারজায়ানটের সাফল্যে উচ্ছ্বসিত এই দুই ক্রিকেটারও। ঋষভ পন্থের শুভেচ্ছবার্তা যে মোহনবাগানের সাফল্যের সেলিব্রেশনের মাত্রাটা আরও একটু বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

জেসন কামিংস(Jason Cummings) এবং জেমি ম্যাকলরেন(Jamie Maclaren)। দুই অজি তারকার দাপটের সামনে যুবভারতীতে শেষপর্যন্ত হার মানতেই হয় বেঙ্গালুরু এফসিকে। দ্বিতীয়ার্ধে জেসন কামিংসের গোল থেকে সমতায় ফেরে মোহনবাগান। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে, সেখানে জেমি ম্যাকলরেনের দুরন্ত পারফরম্যান্স। তাঁর গোলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলে মোহনবাগান(MBSG)। এরপর থেকেই শুভেচ্ছো বার্তার ঢল নামে সোশ্যাল মিডিয়াতে। ইনস্টাগ্রামেই মোহনবাগানকে শুভেচ্ছাবার্তা ঋষভ পন্থ এবং আকাশদীপের।

ঋষভ পন্থ সেই ভিডিওতে জানিয়েছেন, “মোহনবাগান এবং সঞ্জীব স্যারকে অভিনন্দন। মোহনবাগানকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক শুভেচ্ছা”। ঋষভ পন্থের পাশাপাশি সেই ভিডিওতে ছিলেন আকাশদীপও। মোহনবাগানের উদ্দেশ্যে তিনিও শুভেচ্ছা বার্তা পাঠান। বাংলার হয়ে খেলার ফলে মোহনবাগান নিয়ে উন্মাদনাটা তিনি যে বেশ ভালভাবে জানান তা বলার অপেক্ষা রাখে না।

মোহনবাগানের(MBSG) ট্রফি জয়ের পরই সেলিব্রেশনে মেতেছে সমর্থকরা। একই ছবি মোহনবাগান ফুটবলারদেরও। মাঠ থেকে ফেরার পরই ড্রেসিংরুমে শুরু উল্লাস। শুভাশিস(Subhasish Bose), দীপক টাংরি, আশিস রাইদের ট্রফিকে ঘিরে রেখে নাচ। সেইসঙ্গে গানও চলছিল। টিম হোটেলে ফেরার পর সেই উচ্ছ্বাস আরও বাড়ে। কার্যত রাতভরই উৎসবে মেতেছিলেন মোহনবাগান ফুটবলাররা।

সামনে কয়েকদিনের ছুটি। চ্যাম্পিয়নশিপের রাতেই বেশিরভাগ ফুটবলাররা অবশ্য ছুট্ কাটাতে বেড়িয়ে পড়েছেন। সকলেই আপাতত কয়েকটা দিন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত। কারণ এরপর থেকেই তো আবার সুপার কাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে সবুজ-মেরুণ ব্রিগেডের।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version