‘গুণ্ডা’র ভাষায় প্ররোচনা! সুকান্তকে বরখাস্ত করার দাবি তৃণমূলের

একে আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা (central ministry) থেকে বরখাস্ত করা উচিত। যখন মনিপুর (Manipur) জ্বলতে থাকে তখন কোথায় থাকে আপনাদের এই বীরত্ব

কোনও পরিস্থিতি উত্তপ্ত হলে রাজ্যের সরকার যখন আগুনে জল ঢালার কাজ করছে, বিরোধীরা তখন সেই আগুনেই কীভাবে ঘি ঢালার কাজ চালিয়ে যাচ্ছে তার প্রমাণ দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। প্রকাশ্যে গাড়ি থেকে বের করে মারের হুমকি দিতে এতটুকু মুখে আটকালো না কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। সাংবিধানিক পদে (constitutional post) থেকে এই ধরনের বক্তব্যের জন্য কেন্দ্রের সরকারের কাছে তার বরখাস্তের আবেদন রাজ্যের শাসক দল তৃণমূলের।

বাংলার অশান্ত পরিস্থিতিতে যেখানে বিজেপি প্রত্যক্ষ ও পরোক্ষ অঙ্গুলি হেলনের ইঙ্গিত স্পষ্ট, সেখানে পরিস্থিতি শান্ত হয়ে যাচ্ছে দেখে যেন জমি হারানোর ভয়ে রাজ্যের বিজেপি নেতৃত্ব। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাই আগুনে ঘি ঢালতে রাস্তায় গাড়ি আটকে ভাঙার হুমকি দিয়ে প্ররোচনা দিচ্ছেন। তাঁর বীরত্ব নিয়ে পাল্টা তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার (central minister) সদস্য। একে আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা (central ministry) থেকে বরখাস্ত করা উচিত। যখন মনিপুর (Manipur) জ্বলতে থাকে তখন কোথায় থাকে আপনাদের এই বীরত্ব।

বিজেপি রাজ্য সভাপতির এই ধরনের উস্কানিমূলক (instigation) বক্তব্যকে তীব্র কটাক্ষ বাংলার শাসকদলের। কুণাল ঘোষের দাবি, সুকান্ত মজুমদার যেভাবে প্ররোচনা দিয়েছেন তাতে সুকান্তকে কেন্দ্রীয় মন্ত্রী থেকে বরখাস্ত করা উচিত। কেন্দ্রীয় মন্ত্রীর মতো সাংবিধানিক পদে (constitutional post) থেকে রাস্তায় নামব গাড়ি ধরে ধরে ভাঙব। মুখে তো গুণ্ডার ভাষা বলছেন।

সেই সঙ্গে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেন কুণাল। তিনি বলেন, তৃণমূল কোনও অশান্তির পক্ষে নয়। কোনও প্ররোচনামূলক কথার পক্ষে নয়। তৃণমূল মনে করে বিষ ঢালছে বিজেপি। তাকে সংগত দিচ্ছে সিপিআইএম, কংগ্রেস, ও আরেকটি রাজনৈতিক দলের একাংশ, যারা মূলত বাংলা বিরোধী। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত।