Friday, November 7, 2025

রাজ্যে কর্মসংস্থানে নতুন দিশা, কর্মশ্রী প্রকল্পে কাজ পেলেন ৭৫ লক্ষ জবকার্ডধারী

Date:

রাজ্যের নিজস্ব কর্মসংস্থান প্রকল্প ‘কর্মশ্রী’ ইতিমধ্যেই রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলেছে। কেন্দ্রের ১০০ দিনের কাজ প্রকল্পে অর্থ বন্ধ থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৭৫ লক্ষ জবকার্ডধারী কাজ পেয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

২০২৩-২৪ অর্থবর্ষে এই সংখ্যা ছিল প্রায় ৬৪ লক্ষ। চলতি বছরে সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছে। এমনকি ৫২টি সরকারি দফতরের প্রকল্পে এই কর্মীদের যুক্ত করা হয়েছে। ‘পথশ্রী’, ‘বাংলার বাড়ি’ নির্মাণ, জল সরবরাহের পরিকাঠামো গড়ে তোলার মতো একাধিক কাজে এই জবকার্ডধারীদের নিযুক্ত করা হয়েছে।

সরকারি মহলের দাবি, রাজ্যের এই প্রকল্প বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে আশার আলো জুগিয়েছে। যাঁরা ১০০ দিনের কাজ হারিয়ে বিপদে পড়েছিলেন, তাঁদের অনেকেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জীবিকার নতুন পথ পেয়েছেন।

নবান্ন সূত্রে খবর, চলতি অর্থবর্ষে আরও ১ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্য সরকারের মতে, ‘কর্মশ্রী’ আগামী দিনে রাজ্যের নিজস্ব কর্মসংস্থান মডেল হয়ে উঠতে পারে। তবে কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের কাজের বকেয়া অর্থ আদায়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পঞ্চায়েত দফতর।

এই উদ্যোগ রাজ্যের গরিব মানুষের কাছে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে ধরা দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন – আইন হাতে তুলে নেবেন না: অনুমতিসহ শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version