Wednesday, November 12, 2025

সানরাইজার্স হায়দরাবাদের টিম হোটেলে আগুন, নিরাপদেই রয়েছেন ক্রিকেটাররা

Date:

বড়সড় দূর্ঘটনা থেকে বাঁচলেন সানরাইজার্স হায়দরাবাদ(SRH) ক্রিকেটাররা। সানরাইজার্স হায়দরাবাদের টিম হোটেলে হঠাৎই আগুন(FIRE) লাগে। ছতলাতেই ক্রিকেটাররা রয়েছেন। দোতলাতে আগুন লাগলেও, সেই আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে সেই হোটেলের বিভিন্ন প্রান্তে। যেখানে ক্রিকেটাররা ছিলেন সেখানেও ছড়ায় আগুন। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি সানরাইজার্স হায়দরাবাদ(SRH) ক্রিকেটারদের।

সঠিক সময়েই তাদের সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। একইসঙ্গে আগুনও দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসায় কোনওরকম বড় দূর্ঘটনা হয়নি। তবে এমন ঘটনায় যে ক্রিকেটাররা খানিকটা আতঙ্কে রয়েছে তা বলাই যায়। শোনাযাচ্ছে সকাল ৯টা নাগাদ নাকি দোতলার লবি এলাকাতে আগুন লাগে। খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। স্পায়েও ছড়ায় আগুন। তবে দমকল কর্মীদের চেষ্টা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসে।

শর্ট সার্কিট থেকেই নাকি আগুন লেগেছে বলে অনুমান করা হয়। আগুন লাগার ঘটনা ঘটার সঙ্গেই বেশিরভাগ ক্রিকেটারদের বাসে করে অন্যত্র নিয়ে চলে যাওয়া হয়। নিরাপদেই রয়েছে সকলে। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পরই ক্রিকেটারদের আবার হোটেলে ফিরিয়ে নিয়ে আসা হয়।

আগামী ১৭ এপ্রিল আইপিএলে ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের(MI)। তারা ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে এই ম্যাচে। একটানা চার ম্যাচ হারের পর শেষ ম্যাচে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই মুহূর্তে লিগ টেবিলে নবম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। মুম্বইও তাদের থেকে খুব একটা এগিয়ে নেই। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...
Exit mobile version