Monday, August 11, 2025

ক্লেটন অস্বস্তির মাঝেই খানিকটা চিন্তামুক্ত ইস্টবেঙ্গল(Eastbengal)। চোট বড়সড় নয়। সুপারকাপের(Super Cup) প্রথম ম্যাচ থেকেই খেলবেন নাওরেম মহেশ(Naorem Mahesh)। এবারের ইস্টবেঙ্গলের অন্যতম প্রধান অস্ত্র হল নাওরেন মহেশ। লাল-হলুদ জার্সিতে তাঁর না থাকাটা যে এই মরসুমে ইস্টবেঙ্গলকে কতটা সমস্যার মধ্যে বারবার ফেলেছিল তা বলার অপেক্ষা রাখে না। আইএসএলের(ISL) মঞ্চেই তা বারবার দেখা গিয়েছে। তবে সোমবার মহেশকে নিয়ে স্বস্তির খবরই পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল সূত্রে।

গত রবিবার সেন্টার অব এক্সিলেন্সে চেন্নাইয়িন এফসির(Chennaiyin Fc) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। সুপার কাপের আগে এই একটাই প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। ১-০ গোলে সেই ম্যাচও জেতে তারা। কিন্তু চিন্তা ছিল একটাই। নাওরেম মহেশের(Naorem Mahesh) চোট।

প্রস্তুতি ম্যাচের মাঝেই চোট পেয়েছিলেন নাওরেম মহেশ। সুপার কাপ(Super Cup) শুরুর আগে এই ঘটনা যে অস্কার(Oscar Bruzon) সহ গোটা দলকে চিন্তায় ফেলার জন্য যথেষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে ম্যাচের পর থেকেই ইস্টবেঙ্গলের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে ছিলেন তিনি। চিকিৎসক দেখার পরাই স্বস্তির খবর দিয়েছেন। চোট বড়সড় নয়। মাঠে নামতে কোনএও অসুবিধা নেই নাওরেন মহেশের(Naorem Mahesh)।

রবিবার প্রস্তুতি ম্যাচ খেলার পর একদিন বিশ্রাম দিয়েছেন ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ অস্কার ব্রুজোঁ। আগামী মঙ্গলবার থেকে ফের প্রস্তুতি শুরু। সেদিন থেকেই শুরু হবে প্রস্তুতি। আগামী ২০ এপ্রিল সুপার কাপে যাত্রা শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। সেখানে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version