বিভেদের বিরুদ্ধে লড়াইয়ে আম্বেদকর পথিকৃৎ: ব্রাত্য

আম্বেদকর তার পথিকৃৎ। আমাদের মুখ্যমন্ত্রীও (CM) আম্বেদকর (B R Ambedkar) সম্বন্ধে যে অপপ্রচারের চালানো হয়, তার প্রতিবাদ করেন

গোটা দেশ ফের একবার ধর্মের বিভেদ, জাত-পাতের বিভেদে দীর্ণ। সেই পরিস্থিতিতে ডঃ বি আর আম্বেদকরের (B R Ambedkar) জন্ম দিবস দেশের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। সংবিধান তথা দেশের ঐক্যের প্রতি যাঁরা দায়বদ্ধ তাঁদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সেটাই স্মরণ করিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, সনাতনী হিন্দু ধর্মের যে জাত-পাতের (caste system) বিভেদ, ডঃ আম্বেদকর তার বিরুদ্ধে লড়াইয়ে স্মরণীয় নাম। মৃত্যুর এক বছর আগে তিনি বৌদ্ধ হয়েছিলেন। সেটা যত না কোন ধর্মের প্রতি তাঁর টান, তার থেকেও বেশি মনুবাদের বিরুদ্ধে প্রতিবাদ।

প্রকৃত অর্থে ভারতের সংবিধান (Constitution of India) রক্ষা এবং বিভেদের বিরুদ্ধে যে লড়াই তাতে পথপ্রদর্শক বাংলাও। আজও সেই ধারা অক্ষুন্ন রয়েছে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে। সেই কথা স্মরণ করিয়ে ব্রাত্য বলেন, সেই লড়াই এখনও ভারতবর্ষে জারি আছে। আম্বেদকর তার পথিকৃৎ। আমাদের মুখ্যমন্ত্রীও (CM) আম্বেদকর (B R Ambedkar) সম্বন্ধে যে অপপ্রচারের চালানো হয়, তার প্রতিবাদ করেন।