২০২৬ সালে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পর রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে পালিত হবে বাংলা দিবস, এমনই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রসঙ্গত, গত বছর বিধানসভায় ১লা বৈশাখকে সরকারি ভাবে ‘বাংলা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, লোকসভা নির্বাচনের আচরণবিধির কারণে সেভাবে উদযাপন করা যায়নি দিনটি।

তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের প্রতিটি ব্লকে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে বাংলা দিবস। কলকাতার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র সদনে। বাংলা সাহিত্য, সংগীত, নৃত্য, লোকশিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্ট শিল্পীদের সম্মানিত করা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্য নাট্য একাডেমির সভানেত্রী অর্পিতা ঘোষ, কবি জয় গোস্বামী, তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু বসু সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, “গতবার ভোটের কারণে অনুষ্ঠানটি ছোট পরিসরে করতে হয়েছিল। তবে এবার প্রতিটি ব্লকে অনুষ্ঠান হয়েছে। আগামী বছর বিধানসভা ভোট, তারপর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার শপথ নেবেন। তারপর থেকে প্রতিটি পঞ্চায়েতেও মর্যাদার সঙ্গে পালিত হবে বাংলা দিবস।” সাংস্কৃতিক আবহে মোড়া এই অনুষ্ঠান বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বকে নতুনভাবে তুলে ধরল রাজ্যের মানুষের কাছে।

আরও পড়ুন – এগিয়ে আসছে উদ্বোধনের সময়: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর



_


_

_

_

_
_

_

_