নববর্ষ ও বাংলা দিবসে রাজ্যবাসীকে ‘শুভনন্দন’ মুখ্যমন্ত্রীর, দিনভর একাধিক অনুষ্ঠান

১৪৩১-কে বিদায় জানিয়ে ১৪৩২-এর প্রথম দিনে প্রবেশ পশ্চিমবঙ্গের। বাংলা নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে কবিগুরুর গানের লাইন উল্লেখ করে তিনি লেখেন,
‘এসো, এসো, এসো হে বৈশাখ…’
শুভ নববর্ষ ১৪৩২!
নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ।
সবাইকে শুভনন্দন।’ পাশাপাশি আজ ‘বাংলা দিবস’ উপলক্ষ্যেও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বাংলার ঐতিহ্যময় সংস্কৃতিকে মাথায় রেখে রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন সুদৃঢ় করার বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বৈশাখের প্রথম দিনটিকে ‘বাংলা দিবস’ হিসেবে ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার (Govt of WB)। পয়লা বৈশাখ (মঙ্গলবার) রাজ্যজুড়ে নববর্ষের ছুটি থাকলেও, সরকারি স্তরে নানা অনুষ্ঠান পালিত হবে। আজ রবীন্দ্রসদনের একতারা মুক্তমঞ্চে সকাল ৮টা থেকে দিনভর বঙ্গসংস্কৃতির সঙ্গে যুক্ত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেলে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) উপস্থিতিতে ‘বাংলা দিবস’ উদযাপনে বঙ্গের জনপ্রিয় শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হতে চলেছে। এছাড়া রাজ্যের শাসক দলের তরফ থেকেও বাঙালি গরিমার কথা মাথায় রেখে জেলা, ব্লক ও বুথ স্তরে বাংলা দিবস পালনের নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি।