Sunday, August 24, 2025

ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে সোমবার ভাঙড়ে আইএসএফ-এর (ISF) গুন্ডামির ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে প্রাথমিকভাবে তিনজন এবং মধ্যরাতে আরও ৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, ক্রমাগত নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই আশঙ্কা করেছিলেন যে ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে বিরোধী রাজনৈতিক দলগুলো প্ররোচনা দিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করবে। মুর্শিদাবাদের ঘটনায় তা আরও বেশি স্পষ্ট করে উঠে এসেছে। সোমবার আইএসএফ বিধায়ক নেতা নওশাদ সিদ্দিকীর (ISF Leader Nawsad Siddique) সমাবেশ থেকে গন্ডগোলের সূত্রপাত। কলকাতায় রামলীলা ময়দানে ওয়াকফ বিরোধী জমায়েত ছিল দলের। ভাঙড় থেকে মিছিল করে সেই সভায় যোগ দিতে আসার চেষ্টা করে একদল আইএসএফ সমর্থক।পুলিশের কাছে আগেই এই মিছিল থেকে অশান্তি ছড়ানোর খবর থাকায় বাসন্তী হাইওয়ের উপর ভোজেরহাটে মিছিল আটকায় পুলিশ।এতেই আইএসএফের গুণ্ডাবাহিনী পাথর ছোড়া শুরু করে পুলিশের উপর। বৈরামপুরের কাছে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ বোঝানোর চেষ্টা করে তাদের কলকাতা মিছিল নিয়ে যাওয়ার কোনও অনুমতি ছিল না।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পাল্টা বিক্ষোভকারীরা পাঁচটি পুলিশের বাইকে আগুন লাগায়, উল্টে দেওয়া হয় প্রিজন ভ্যান। বৈরামপুরের পরে শোনপুরেও অশান্তি তৈরির চেষ্টা হয়। সেখানেও পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় ন’জনকে গ্রেফতার করা হয়েছে। যারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন তাদের কোনভাবেই রেয়াত করা হবে না বলে কলকাতা পুলিশের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে।

 

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version