Monday, August 25, 2025

ভুয়ো ওএমআর শিটে সম্মান নষ্ট: প্রশ্ন তুলে পথে অযোগ্য চিহ্নিত চাকরিহারারা

Date:

সিবিআই-এর তদন্তে তাঁরা চিহ্নিত অযোগ্য (tainted) এসএসসি চাকরি প্রাপক হিসাবে। গাজিয়াবাদে একটি বাড়ির ছাদ থেকে পাওয়া ওএমআর শিটের (OMR sheet) ভিত্তিতে তাঁদের অযোগ্য বলে দাবি করে সিবিআই। হাইকোর্ট তাঁদের চাকরি বাতিল করে। এমনকি সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে তাঁদের এত বছরের বেতন ফেরত দিতে বলা হয়েছে। কিন্তু যে ওএমআর-এর ভিত্তিতে তাঁদের এত বড় অসম্মান, তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলে এবার পথে নামলেন অযোগ্য চিহ্নিত চাকরিহারা শিক্ষকরা।

রাজ্যের ২৫,৭৫২ শিক্ষক সমাজের চাকরি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৈঠক ডেকে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানান। পরবর্তী ধাপ হিসাবে অযোগ্য চিহ্নিতদের জন্য লড়াইয়ের কথাও তিনি বলেন। সরকার সিবিআই-এর (CBI) তদন্তে সন্দেহ প্রকাশ করে অযোগ্যদের অযোগ্য (tainted) হিসেবে চিহ্নিত করা নিয়ে প্রশ্ন তুলবে আদালতে, এমনটাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই একই প্রশ্ন নিয়ে বিক্ষোভে অযোগ্য চিহ্নিত চাকরিহারারা।

সোমবার শহরের কলেজ স্কোয়্যার থেকে সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত মিছিল করেন অযোগ্য চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি যে তথ্য-প্রমাণ তুলে ধরে তাঁদের অযোগ্য (tainted) হিসাবে চিহ্নিত করা হয়েছে, তার ভিত্তি কি তা এখনও স্পষ্ট করতে পারেনি সিবিআই (CBI)। শুধুমাত্র কিছু ওএমআরের (OMR sheet) ভিত্তিতে তাদের অযোগ্য চিহ্নিত করা হয়েছে। তাতে তাদের সম্মান নষ্ট হচ্ছে। সিবিআই-এর তদন্ত ভুয়ো দাবি করে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করার কথাও জানান তাঁরা।

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...
Exit mobile version