Tuesday, November 4, 2025

ভুয়ো ওএমআর শিটে সম্মান নষ্ট: প্রশ্ন তুলে পথে অযোগ্য চিহ্নিত চাকরিহারারা

Date:

সিবিআই-এর তদন্তে তাঁরা চিহ্নিত অযোগ্য (tainted) এসএসসি চাকরি প্রাপক হিসাবে। গাজিয়াবাদে একটি বাড়ির ছাদ থেকে পাওয়া ওএমআর শিটের (OMR sheet) ভিত্তিতে তাঁদের অযোগ্য বলে দাবি করে সিবিআই। হাইকোর্ট তাঁদের চাকরি বাতিল করে। এমনকি সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে তাঁদের এত বছরের বেতন ফেরত দিতে বলা হয়েছে। কিন্তু যে ওএমআর-এর ভিত্তিতে তাঁদের এত বড় অসম্মান, তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলে এবার পথে নামলেন অযোগ্য চিহ্নিত চাকরিহারা শিক্ষকরা।

রাজ্যের ২৫,৭৫২ শিক্ষক সমাজের চাকরি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৈঠক ডেকে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানান। পরবর্তী ধাপ হিসাবে অযোগ্য চিহ্নিতদের জন্য লড়াইয়ের কথাও তিনি বলেন। সরকার সিবিআই-এর (CBI) তদন্তে সন্দেহ প্রকাশ করে অযোগ্যদের অযোগ্য (tainted) হিসেবে চিহ্নিত করা নিয়ে প্রশ্ন তুলবে আদালতে, এমনটাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই একই প্রশ্ন নিয়ে বিক্ষোভে অযোগ্য চিহ্নিত চাকরিহারারা।

সোমবার শহরের কলেজ স্কোয়্যার থেকে সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত মিছিল করেন অযোগ্য চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি যে তথ্য-প্রমাণ তুলে ধরে তাঁদের অযোগ্য (tainted) হিসাবে চিহ্নিত করা হয়েছে, তার ভিত্তি কি তা এখনও স্পষ্ট করতে পারেনি সিবিআই (CBI)। শুধুমাত্র কিছু ওএমআরের (OMR sheet) ভিত্তিতে তাদের অযোগ্য চিহ্নিত করা হয়েছে। তাতে তাদের সম্মান নষ্ট হচ্ছে। সিবিআই-এর তদন্ত ভুয়ো দাবি করে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করার কথাও জানান তাঁরা।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version