বুধবার ঢাকায় যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচ(Foreign Secretary of Pakistan Amna Baloch)। প্রায় দেড় দশক পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক (Bangladesh-Pakistan Foreign Secretaries meet) হতে চলেছে। সূত্রের খবর বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি হবে। মধ্যহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। রাজধানীর বারিধারায় বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে, যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেবেন। এই বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার সংক্রান্ত একাধিক বিষয় আলোচিত হবে বলে মনে করা হচ্ছে।

–

–

–

–

–

–

–

–

–

–
–