Friday, August 22, 2025

পূর্বপরিকল্পিত অশান্তি, এজেন্সির মাধ্যমে লোক ঢোকাচ্ছে বিজেপি: তীব্র আক্রমণ মমতার, নিশানা কংগ্রেসকেও

Date:

”এটা পূর্বপরিকল্পিত সাম্প্রদায়িক অশান্তি। অনেক প্ররোচনা দেওয়া হয়েছে, অশান্তি করা হয়েছে। যদি তৃণমূলই এসব করত, তাহলে তৃণমূলের সাংসদ, বিধায়কদের বাড়িতে হামলা হতো না”- বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেনদের সমাবেশ থেকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই তিরে বেঁধেন কংগ্রেসকেও। বলেন, মুর্শিদাবাদের যেসব এলাকায় অশান্তি ছড়িয়েছে, সেসব আসলে মালদহের লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেটি কংগ্রেসের জেতা আসন। কংগ্রেসের উচিত ছিল, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় অশান্তি ছড়ায়। এর তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে এলাকায় অশান্তি ছড়িয়েছে, সেসব আসলে মালদহের লোকসভার অন্তর্গত। সেটি কংগ্রেসের জেতা আসন। মমতা স্পষ্ট জানান, কংগ্রেসের উচিত ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। জনপ্রতিনিধি হলে দায়িত্ব পালন করতে হয়।

এর পরেই সুর চড়িয়ে মমতার (Mamata Banerjee) অভিযোগ, ”এটা পূর্বপরিকল্পিত সাম্প্রদায়িক অশান্তি। অনেক প্ররোচনা দেওয়া হয়েছে, অশান্তি করা হয়েছে। যদি তৃণমূলই এসব করত, তাহলে তৃণমূলের সাংসদ, বিধায়কদের বাড়িতে হামলা হতো না। তাঁদের আক্রান্ত হতে হতো না। আমি কোনও প্ররোচনামূলক কথা বলতে আসিনি। আমি এসেছি আজ শান্তির বার্তা দিতে।”

কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী বলেন, ”বিজেপি (BJP) এজেন্সির মাধ্যমে বাইরে থেকে লোক ঢুকিয়ে অশান্তি তৈরি করা হচ্ছে। রামনবমীতে পরিকল্পনা ছিল দাঙ্গা বাঁধানোর। কিন্তু আপনারা সেই পরিকল্পনা ব্যর্থ করে শান্তি বজায় রেখেছেন। এর জন্য ধন্যবাদ আপনাদের। মনে রাখবেন, ওরা ওয়াকফ নিয়েও অশান্তি করার চেষ্টা করবে। রুখে দিন।”

আরও খবর: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি বৈঠকে মমতা

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে সভায় মুখ্যমন্ত্রী বলেন, ”মিটিংটা আমি ডাকেনি, সব ইমামরা ডেকেছেন। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাই আমি এসেছি।” তাঁর মতে, ”আমার যেমন অধিকার নেই ব্যাক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও অধিকার নেই কারোর ব্যাক্তিগত সম্পত্তির উপর অধিকার নেওয়া। আমাদের সাংসদের কোর্টে কেস-ও করেছে।”

বিজেপি-কে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী আবেদন, ”আপনারা ফেক নিউজ তৈরি করছেন। বাংলায় বিজেপি-এর কথায় কেউ উত্তেজিত হয়ে কেউ অশান্তি করবেন না।”

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version