Tuesday, November 4, 2025

মুষ্টিমেয় ‘মুর্শিদাবাদের বাসিন্দা’ নিয়ে ভবানী ভবনের সামনে নাটক বিজেপির রাজ্য নেতৃত্বের

Date:

অশান্তি বাধিয়ে নাটক! নিজেরাই পীড়িতদের নিয়ে কলকাতার ভবানী ভবনে গিয়ে ধর্না দিচ্ছে রাজ্য বিজেপি। ওয়াকফ আইনের বিরোধিতায় (Waqf Protest) মুর্শিদাবাদে (Murshidabad) অশান্তিতে তিনজনের মৃত্যু হয়েছে। বাংলায় ক্ষমতা দখলের জন্যে গেরুয়া শিবিরের এই ষড়যন্ত্র- অভিযোগ শাসকদলের। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে সাক্ষাতের জন্য অশান্তি বাঁধানো চেষ্টা চালান সুকান্ত মজুমদার, তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায়রা। সঙ্গে মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করা হাতে গোনা- চার-পাঁচজন।

ওয়াকফ আইনের বিরোধিতায় (Waqf Protest) শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ। ঘরছড়া বেশ কিছু মানুষ-অভিযোগ বিজেপির। মুর্শিদাবাদের ঘরছাড়া বলে পরিচয় দিয়ে এদিন ভবানী ভবনে গুটিকতক মানুষকে নিয়ে আসেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তাঁদের দাবি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে কথা বলার দাবি জানিয়ে ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনের সামনে বসে বলেন সুকান্ত মজুমদাব, তাপস রায়রা।

সুকান্তর অভিযোগ, মুর্শিদাবাদে এলাকা পরিদর্শনে গিয়েও ঘরছাড়া বা আক্রান্তদের পরিবারের সঙ্গে বলেননি রাজীব কুমার। সেই কারণে ঘরছাড়াদের নিয়েই ভবানী ভবন এসেছেন বলে জানান বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, আক্রান্তদের সঙ্গে কথা বলতে হবে ডিজিকে।

কিন্তু কথা হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি নিয়ে সচেতন। তিনি মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য় দেওযার কথাও ঘোষণা করেছেন। সেখানে এই নাটকের অর্থ কী-প্রশ্ন রাজনৈতিক মহলের।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version