দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি বৈঠকে মমতা

অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple, Digha) উদ্বোধন নিয়ে বুধবার প্রস্তুতি বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেলের এই বৈঠকে উপস্থিত থাকবেন মন্দিরের জন্য গঠিত ট্রাস্টের সদস্যরা। পাশাপাশি একাধিক মন্ত্রী থেকে শুরু করে মুখ্যসচিব, সংশ্লিষ্ট দফতরের সচিব এবং জেলা প্রশাসনের কর্তারাও যোগ দেবেন বলে জানা গেছে।

সোমবার উদ্বোধন হয়েছে কালীঘাটের স্কাইওয়াক। বাংলার মুকুটা জুড়েছে নয়া পালক। নববর্ষের আগের সন্ধ্যায় স্কাইওয়াক উদ্বোধনে খুশি বাংলার মানুষ। সেই পথ ধরে পয়লা বৈশাখ কালীঘাটে মানুষের ঢল নামে। এবার পালা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের। আর এই মন্দিরের উদ্বোধনের আগে সব খুঁটিনাটি জানতে উদ্যোগী খোদ মুখ্যমন্ত্রী। অন্তত ১৫ হাজার ভক্ত, সাধারণ মানুষ আগামী ৩০ এপ্রিল দিঘার মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই অনুষ্ঠানের দিন যাতে সেখানকার সরকারি বাংলোগুলোতে যাতে অতিথিদের থাকার ব্যবস্থা করা যায় তা নিয়ে প্রস্থ আলোচনা সেরেছেন মুখ্যসচিব। উদ্বোধনের দিনে কোন দফতরের কী দায়িত্ব থাকবে, তারই রূপরেখা বুধবারের বৈঠকে তৈরি হবে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। দিঘার ওই মন্দির পরিচালনার দায়িত্ব থাকবে ইসকনের (ISCON) হাতে।