Saturday, August 23, 2025

লোকসভা এবং রাজ্যসভায় ক্ষমতার জোরে ওয়াকফ বিল পাস করানোর পর রাষ্ট্রপতির স্বাক্ষরে ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act )লাগু করেছে কেন্দ্র সরকার (Government of India) । এরপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে নয়া আইনের বিরোধিতায় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি হয়েছে। একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে (Supreme Court)। আজ সেই সব আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। জানা যাচ্ছে, বুধবার দুপুর ২ টো নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ মামলা শুনবে।

ওয়াকফ নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই একগুচ্ছ আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। বাংলার সরকারের তরফে এখনও কোনও মামলা করা না-হলেও তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra) ওয়াকফ সংশোধনী আইনের একটি নির্দিষ্ট ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার কোর্টে গেছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বাংলা থেকে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন। মামলা দায়ের করেছেন লালুপ্রসাদ যাদবের আরজেডির সাংসদ মনোজ ঝা। এপ্রিলে ২ এবং ৩ তারিখে লোকসভা, রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস করাবার পর তা আইনে পরিণত হয়েছে। এবার এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের দিকে তাকিয়ে গোটা দেশ।

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version