নিত্যযাত্রীদের দুর্ভোগের আশঙ্কা! ফের বাতিল একগুচ্ছ ব্যান্ডেল-কাটোয়া লোকাল 

ফের দুর্ভোগ! ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত পূর্ব রেলের। রেল সূত্রে জানানো হয়েছে, ব্যান্ডেল-কাটোয়া শাখার ধাত্রীগ্রাম ও দাঁইহাট স্টেশনের মাঝে ডাউন মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে ১৬ এপ্রিল ২০২৫ থেকে ৫ মে ২০২৫ পর্যন্ত। সেই কারণেই বাতিল করা হয়েছে এক জোড়া ট্রেন— ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল এবং ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল।

এই ১৪ দিনের ট্র্যাফিক ব্লকের কারণে প্রতিদিন দিনের বেলায় প্রায় তিন ঘণ্টা কাজ চলবে, তবে বৃহস্পতিবার ও রবিবার এই কাজ বন্ধ থাকবে। পূর্ব রেল জানিয়েছে, যাত্রীদের যাতে অসুবিধা কম হয়, সেই উদ্দেশ্যে স্টেশনগুলির পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে নিয়মিত তথ্য জানানো হবে।

বাতিল হওয়া তারিখগুলি হল: ১৬, ১৮, ১৯, ২১, ২২, ২৩, ২৫, ২৬, ২৮, ২৯, ৩০ এপ্রিল এবং ২, ৩, ৫ মে ২০২৫।

প্রসঙ্গত, এর আগেও মার্চ থেকে এপ্রিলের মধ্যে টানা ১৬ দিন ধরে একই লাইনে ট্রেন বাতিল করা হয়েছিল। সেই সময়ও একই রকম রক্ষণাবেক্ষণের কাজ চলেছিল ধাত্রীগ্রাম ও ব্যান্ডেল স্টেশনের মাঝে। এই নিয়মিত ট্রেন বাতিলের ফলে ব্যাপক দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা। পূর্ব রেলের তরফে আগাম ক্ষমা চাওয়া হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। তবে যাত্রী মহলের প্রশ্ন, এমন বারংবার ট্র্যাফিক ব্লক কি কোনও পরিকল্পনার ঘাটতির ফল? এখন দেখার বিষয়, পূর্ব রেল ভবিষ্যতে এই সমস্যা নিরসনে কী ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন – হিন্দুরাও সম্পত্তি দিয়েছে ওয়াকফে! নেতাজি ইনডোরে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_