লোকাল ট্রেনে মহিলা বগি বাড়ানোর প্রতিবাদে দক্ষিণ বারাসতে রেল অবরোধ!

মঙ্গলের কর্মব্যস্ত সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ (Rail Blockade in Sealdah south division)। লোকাল ট্রেনে মহিলা বগি বাড়ানোর প্রতিবাদে দক্ষিণ বারাসত (agitation at dakshin barasat station), ধপধপি ও মথুরাপুরে স্টেশনে লাইনের মাঝেই বসে পড়েন নিত্যযাত্রীরা। সকাল আটটা থেকে এই অবরোধ শুরু হওয়ায় বিপাকে পড়েন অনেকেই। বেলা দশটা নাগাদ রেলের আশ্বাসের পর অবরোধ উঠে গিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে খবর মিলেছে। নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে চলছে ট্রেন।

অবরোধকারীরা বলছেন, সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের সমস্ত শাখার লোকাল ট্রেনে মহিলা বগির সংখ্যা বাড়ানো হয়েছে। ট্রেনের দৈর্ঘ্য বাড়েনি, ফলে কমানো হয়েছে জেনারেল কম্পার্টমেন্টে।স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে প্রতিটি কামরায়। অফিস টাইমে এমনিতেই ঠাসাঠাসি করে ট্রেনে সফর করতে হয়। সেখানে বগির সংখ্যা কমায় প্রবল সমস্যায় পড়ছেন পুরুষ যাত্রীরা। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে ঘণ্টা দুয়েকের জন্য রেল অবরোধ করা হয়। যার জেরে ব্যস্ত সময়ে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা। পুরুষযাত্রীদের কথা অনুযায়ী, মহিলা কামরায় তুলনামূলকভাবে ভিড় কম হয়, অথচ সেই বগির সংখ্যা বাড়ানো হলো আর জেনারেল বগির সংখ্যা কমানো হলো। এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নেওয়া যায় না। রেলের তরফে বিষয়টি বিবেচনা করা হবে এই আশ্বাসে, সকাল ৯:৫৫ মিনিট নাগাদ অবরোধ উঠে যায়।