এক মাসে রোজগার ৪০০ কোটি! মিস্টার বিস্ট এখন নিজেই ইউটিউবের বিজ্ঞাপন

সাড়ে ৩৮ কোটি ফলোয়ার (follower)। যে ফলোয়ারদের জোরেই মিস্টার বিস্টের (MrBeast) বর্তমান সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৫০০ কোটির কাছাকাছি

চোখের সামনে যা দেখতে পাই তাকেই নতুন করে নিজের মতো করে দেখানো। তার বিশ্লেষণ। ২০১৭ সালে থেকে এভাবেই শুরু করে আমেরিকার ইউটিউবার (YouTuber) জিমি ডোনাল্ডসন এখন নিজেই একটি এন্টারপ্রাইজ। ইউটিউব (YouTube) থেকে টাকা কীভাবে রোজগার করা যায়, এমনকি কোটিপতি হওয়া যায়, কার্যত ডোনাল্ডসন এখন তারই বিজ্ঞাপন। যদিও ইউটিউবে কোথাও তাকে নিজের এই নামে পাবেন না ভিউয়াররা। সেখানে তিনি মিস্টার বিস্ট (MrBeast)।

এই নাম যে পৃথিবীর কোণায় কোণায় ছড়িয়ে গিয়েছে তার প্রমাণ তার সাড়ে ৩৮ কোটি ফলোয়ার (follower)। যে ফলোয়ারদের জোরেই মিস্টার বিস্টের (MrBeast) বর্তমান সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৫০০ কোটির কাছাকাছি। অনেকের মতে তার মাসিক রোজগারই ৪০০ কোটি টাকার কাছাকাছি। যদিও তার গোটা ইউনিট চালাতে তার বিশাল খরচ। তা সত্ত্বেও সম্পত্তি পরিমাণ দেখলেই তার মাসিক রোজগার মিলিয়ে ফেলা যাবে। যে রোজগার থেকে এখন ডোনাল্ডসন ঝুঁকেছে সামাজিক কাজকর্মের দিকে। এখন নিজের সামাজিক উদ্যোগও মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় করে তুলতে সফল মিস্টার বিস্ট।

তবে ইউটিউবারের তালিকায় পিছিয়ে নেই ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটররাও। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হলেও ভারতীয়রা যে এই বাজারের বড় অংশ অধিকার করে রেখেছে তার প্রমাণ গৌরব চৌধুরি বা অজয় নাগর। গৌরবের কন্টেন্ট প্রথমদিকে আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে শুরু হলেও বর্তমানে তার কোনও সীমা পরিসীমা নেই। আর সেই কন্টেন্ট (content) তৈরি করেই তার সম্পদের মূল্য বর্তমানে ৩৭৬ কোটি টাকা। অজয়, যিনি ক্যারি মিনাটি নামে চ্যানেলের জন্যই খ্যাত, তার উপার্জনও তাক লাগিয়ে দেয় বিশ্বের অনেক তাবড় কন্টেন্ট ক্রিয়েটারদের।