Sunday, November 9, 2025

ফের যোগীরাজ্যে গণধর্ষণের অভিযোগ! প্রতিবন্ধী দলিত কিশোরীকে নির্মম নির্যাতন, ধৃত মাত্র ১

Date:

Share post:

ফের যোগীরাজ্যে গণধর্ষণের অভিযোগ। নির্মম নির্যাতনের শিকার দলিত কিশোরী। বারাণসী এবং কাসগঞ্জের গণধর্ষণের ঘটনার তদন্ত শেষ হয়নি। তার মধ্যেই আবার গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল। উত্তরপ্রদেশের রামপুর জেলাতে বুধবার সকালে এগারো বছরের এক দলিত প্রতিবন্ধী কিশোরীকে মাঠ থেকে নগ্ন এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করতে পেরেছে যোগী পুলিশ।

মঙ্গলবার সন্ধে থেকে ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে বাড়ির অদূরে একটি মাঠের মধ্যে কিশোরীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এখানেই শেষ হয়, নির্মম নির্যাতন করা হয়েছে কিশোরীর সঙ্গে। মুখে ভারী এবং ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রাই কিশোরীকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে মেরঠে স্থানান্তরিত করা হয়েছে। পকসো আইনে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত এক যুবককে চিহ্নিত করে পুলিশ। তাঁকে গ্রেফতার করতে গেলে ওই যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা পুলিশের গুলি পায়ে লাগে অভিযুক্তের। এরপরেই তাকে গ্রেফতার করা হয়।

মেরঠ হাসপাতাল সূত্রে খবর, কিশোরীর যৌনাঙ্গের আঘাত থেকে অনুমান করা হচ্ছে একাধিক লোক এই ঘটনায় জড়িত। কিশোরীর মুখে ভোঁতা জিনিস দিয়ে আঘাত করা হয়েছে তাই মুখ ফুলে গিয়েছে। এই মুহূর্তে রীতিমত আতঙ্কে রয়েছে কিশোরী। কিশোরীর মা পুলিশে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি লেখেন মেয়েটি কথা বলতে পারে না, কানেও শোনে না। এমন এক নাবালিকার সঙ্গে এহেন ঘৃণ্য আচরণে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

চলতি সপ্তাহের সোমবারই সুপ্রিম কোর্ট জানিয়েছে যে উত্তর প্রদেশে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাজ্য পুলিশের দায়ের করা দেওয়ানি মামলায় এফআইআর দেখার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ জানায় রোজ রোজ দেওয়ানি মামলাগুলিকে ফৌজদারি মামলায় পরিণত করা হচ্ছে। এর মধ্যেই অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা ঘটে গেল আদিত্যনাথের রাজ্যে। যদিও নারী সুরক্ষায় যোগীরাজ্য যে ঠিক কতটা ব্যর্থ সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...