Saturday, August 23, 2025

১২ বলে ১২টা ইয়র্কার, মিচেল স্টার্ককে(Mitchell Starc) দেখে হতবাক অধিনায়ক অক্ষর পটেলই(Axar Patel)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান তারকাকে নিয়ে উচ্ছ্বসিত অক্ষর পটেল। ম্যাচের শেষ ওভারে কার্যত রাজস্থান রয়্যালসের ব্যাটারদের দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন মিচেল স্টার্ক। সেই একই কাজ করেছিলেন সুপার ওভারেও। সেইসঙ্গে জোড়া রান আউট। মিচেল স্টার্ক কেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার সেটাই হয়ত আরও একবার বুঝিয়ে দিলেন তিনি।

রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) বিরুদ্ধে ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেট নিয়েছেন একটা। কিন্তু শেষ ওভারে যে বোলিংটা তিনি করেছেন, তাতে ম্যাচের সেরা স্টার্ককে(Mitchell Starc) ছাড়া আর কাউকেই করা সম্ভব ছিল না। ম্যাচের ২০ তম ওভার এবং সুপার ওভার। সেই দুটো ওভারেই বাজিমাত মিচেল স্টার্কের। ২০তম ওভারে তিনি যখন বোলিং করতে যান সেই সময় রাজস্থান রয়্যালসের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। সেই জায়গা থেকেই দুরন্ত বোলিং করেন তিনি। সেই ওভারে একটা নো বল করলেও, প্রতিপক্ষকে প্রবল চাপে ফেলে দেন মিচেল স্টার্ক। সেইসঙ্গে তাঁর একের পর নন প্লেয়েবল ইয়র্কার।

দলের অধিনায়ক অক্ষর পটেল হলেও, “স্টার্কের এমন পারফরম্যান্স দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনিও। ম্যাচ শেষে অক্ষর পটেল জানান, আমি ভেবেছিলাম স্টার্ক যদি তাঁর পরিকল্পনা কাজে লাগাতে পারে, তবে আমরা ফের ম্যাচে ফিরতে পারব। তিনি ম্যাচের ২০ তম ওভার এবং সুপার ওভারে বোলিং করেছিলেন। অর্থাৎ ১২ বলে ১২টা ইয়র্কার।  এই কারণেই তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার”।

ম্যাচ শেষে সেরার পুরস্কারও ওঠে মিচেল স্টার্কের। গতবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন মিচেল স্টার্ক। যদিও এবার তাঁকে রাখেনি। সেই নিলাম থেকেই স্টার্ককে তুলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals)। স্টার্ককে ছাড়াটা যে কতটা বড় ভুল ছিল সেটা হয়ত এখন কেকেআরও বুঝতে পারছে।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version