Sunday, November 2, 2025

শালবনিতে ১৬ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রীর

Date:

বিনিয়োগ প্রস্তাব এসেছিল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনেই। পশ্চিম মেদিনীপুরের শালবনির সেই তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাসে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার শালবনি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেদিন সার্কিট হাউজে থেকে মঙ্গলবার দমকল–সহ বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এই বছর BGBS থেকেই বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। জানান, শালবনিতে ৮০০ মেগা ওয়াটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করবেন তাঁরা। ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের কথাও ঘোষণা করেন তিনি। এই ঘোষণার কয়েকমাসের মধ্যেই সেই কেন্দ্রেরই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

• ২১ এপ্রিল কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেদিন রাতে শালবনি পৌঁছে সার্কিট হাউসে রাতে থাকবেন।
• ২২ এপ্রিল মঙ্গলবার যোগ দেবেন দমকল–সহ বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে।
• এদিন জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন।

মঙ্গলবারই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। BGBS-এর বিনিয়োগ প্রস্তাব নিয়ে অনেক বাঁকা মন্তব্য করে বিরোধীরা। এমনকী, এই সব প্রস্তাব বাস্তবে রূপায়ন হবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করে রাম-বাম। তবে, কয়েকদিনের মধ্যেই জবাব মিলল। ঘোষণার কয়েকমাসের মধ্যেই শিলান্যাস হচ্ছে জিন্দালদের প্রস্তাবিত তাপবিদ্যুৎ প্রকল্পের।

আরও খবর: UPSC-তে প্রথম বাংলার ইমন ঘোষ, বীরভূমের কৃতি ছাত্রকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...
Exit mobile version