Tuesday, November 11, 2025

দুর্ঘটনা ঘটলো ছেলের, অপারেশন হলো বাবার! প্রশ্নের মুখে বিজেপি রাজ্যের মেডিক্যাল কলেজ

Date:

দুর্ঘটনায় জখম যুবক মানসিক জোর পেতে বাবাকে হাসপাতালে ডেকে নিয়েছিলেন। কিন্তু রাজস্থানের কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Kota Medical College and Hospital) ডাক্তাররা অপারেশন টেবিলেও যে ছেলের বদলে বাবাকে নিয়ে গিয়ে অপারেশন করে ফেলবেন এমন ‘ট্রাজেডি অফ এরর’ বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি। কিন্তু বাস্তবে সেটাই ঘটলো। তাও আবার সেই শহরে, যেখানে পড়াশোনা করে ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে তরুণ প্রজন্ম। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যের এই ঘটনায় প্রশ্নের মুখে চিকিৎসা পরিষেবা।

মণীশ নামের যখন ব্যক্তির অভিযোগ অনুযায়ী, একটি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে তিনি কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত শনিবার তাঁর অপারেশন হওয়ার কথা ছিল। টেনশনের মুখে মানসিকভাবে জোর পেতে তিনি হাসপাতালে বাবাকে ডেকে নেন। তিনি ওটির (Operation Theatre) বাইরেই অপেক্ষা করছিলেন। মণীশের কথা অনুযায়ী, “আমাকে ওটিতে নিয়ে যাওয়ার পর কী হয়েছে জানা নেই, কিন্তু পরে দেখি আমার বাবার শরীরে ৫-৬টি সেলাই করা হয়েছে।” এও কি সম্ভব? ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির ছবিটা প্রকাশ্যে এসেছে। দায় এড়াতে কোটা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সঙ্গীতা সাক্সেনা (Dr Sangeeta Saxena) হাসপাতাল সুপারকে তিন তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা পড়ার পরই এই বিষয়ে মন্তব্য করা যাবে বলে জানিয়েছেন সুপার। দেশের অন্যতম স্বনামধন্য হাসপাতালের এই ভুলে (Big Blunder in Kota Medical College) মুখে কুলুপ এঁটেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। কোটা হাসপাতালের এই ঘটনায় বিজেপি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতির ছবিটাই ধরা পড়েছে।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version