টি টোয়েন্টি মুম্বই লিগে সূর্যকুমারদের(Suryakumar Yadav) খেলা বাধ্যতামূলক। আইপিএল(IPL) চলার মাঝেই নতুন নিয়ম করল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এদিন এমসিএ এক নতুন বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে ছাড় নেই মুম্বাইয়ের(Mumbai) খেলোয়াড়দের। একইসঙ্গে এবারের টি টোয়েন্টি মুম্বই লিগের মুখ হিসাবে রোহিত শর্মারকথাই ভাবছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

এমসিএর পক্ষ থেকে জানানো হয়েছে যে, অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane), সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার(Shreyas Iyer), শিবম দুবে, পৃথ্বীশ, শার্দূল ঠাকুররা যদি ইংল্যান্ড সফরে ইন্ডিয়ান টিমে নিজেদের জায়গা করে না নিতে পারেন, তা হলে তাঁদের মুম্বই টি-টোয়েন্টি লিগে খেলা বাধ্যতামূলক। তবে যাদের চোট আছে বা যাদের শরীর খারাপ তাঁরা চাইলে না-ও খেলতে পারেন। এমসিএর অধিকর্তা জানান, “অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় প্লেয়ারদের প্রত্যেককে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। এ ছাড়া নিলাম থেকে পাওয়া টাকা থাকছে। আমরা অন্যান্য প্রাইজ নিয়েও আলোচনা করছি।”

যদিও এখনও টি-টোয়েন্টির তারিখগুলি নির্দিষ্ট করা হয়নি, তবে লিগের সম্ভাব্য তারিখ হতে পারে ২৬ মে থেকে ৫ জুন। টি-টোয়েন্টি মুম্বাই লিগের ৩য় সিজনের প্রতিক্রিয়া অসাধারণ। মে মাস থেকে শুরু হওয়া এই লিগে ২,৮০০ খেলোয়াড় নাম নথিভুক্ত করেছেন। যা লিগের জনপ্রিয়তা এবং মুম্বাইবাসীর অন্তহীন ক্রিকেটের প্রতি ভালোবাসার স্পষ্ট প্রমাণ দেয়। এমসিএ সচিব অভয় হাডাপ এক বিবৃতিতে বলেছেন, “আমরা এই ধরণের অংশগ্রহণ দেখে যথেষ্ট উৎসাহিত এবং আগামী প্রজন্মের ক্রিকেট তারকাদের উৎসাহ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

–


–

–

–

–

–

–

–

–