Saturday, November 15, 2025

‘খিচুড়ি-বিরিয়ানি’র বিল লক্ষ লক্ষ টাকা! জুনিয়র ডাক্তারদের আন্দোলনের খরচের জবাব চায় নেটিজেনরা

Date:

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনের নামে তোলা টাকা কীভাবে খরচ হয়েছে, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। আন্দোলনের অফিস ভাড়া বাবদ ২৫ হাজার, লিফলেট ছাপাতে ১ লক্ষ ১২ হাজার, আর জল-বিস্কুট-ডিনার প্যাকেট কিনতে ব্যয় ২ লক্ষ ৪০ হাজার টাকা—এই হিসাব সামনে আসতেই উঠেছে প্রশ্ন: ‘‘এ কোন আন্দোলন?’’

বুধবার আর জি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডক্টর ফ্রন্ট (জেডিএফ)-এর দেওয়া ‘অসম্পূর্ণ’ হিসাব দেখে বিস্মিত নাগরিক সমাজ। চিকিৎসকদের প্রগতিশীল সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সম্পাদক ডা. করবী বড়াল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘একজন মেয়ে মারা গিয়েছে, সেই বিচারের দাবিতে আন্দোলন চলছে—সেখানে খিচুড়ি, বিরিয়ানি খাওয়া কিসের ইঙ্গিত দেয়?’’

জানা গেছে, আন্দোলনের সময় কিউআর কোড ও নগদ—দুই উপায়ে টাকা তোলা হয়েছিল। আর জি কর, মেডিক্যাল কলেজ, এবং জুনিয়র ডক্টর ফ্রন্ট মিলিয়ে প্রায় ৩ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার টাকা উঠেছে। তবে অন্যান্য সরকারি মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তোলা টাকার কোনও হিসাব মেলেনি।

আবার অভয়ার নামে প্রার্থনা অনুষ্ঠানে ৫৫ হাজার টাকা খরচ, আর জি করের বাইরে মূর্তি তৈরিতে আরও ৫৫ হাজার টাকা ব্যয়, নিয়েও উঠেছে প্রশ্ন। যেখানে আগে বলা হয়েছিল মূর্তিটি শিল্পী বিনামূল্যে তৈরি করেছেন।

এই ‘বেহিসাবি’ খরচের জন্য জুনিয়র চিকিৎসকদের নয়, বরং কিছু ‘সিনিয়র’ চিকিৎসকের উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকাকে দায়ী করেছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। অন্যদিকে, আন্দোলনের সময় চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বিতর্কিত মন্তব্য—‘‘দেড়শো গ্রাম বীর্য’’—নিয়ে নিজেরাই এখন মুখ বাঁচাতে ব্যস্ত জেডিএফ নেতৃত্ব।

বুধবারের গণকনভেনশনে অভয়ার বাবা-মাও উপস্থিত ছিলেন। তাঁরা জানিয়েছেন, আগামী নবান্ন অভিযানে যোগ দেবেন। জেডিএফ-এর পক্ষ থেকে এদিন সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে—এই আন্দোলন সম্পূর্ণ ‘অরাজনৈতিক’ ছিল না।

নাগরিক সমাজের প্রশ্ন, ‘‘জনগণের টাকা তোলার পরে এমন খরচ দেখিয়ে দায় এড়ানো যায়?’’ আরও স্পষ্ট হিসাব ও দায়িত্বের দাবি তুলেছে গোটা সমাজ।

আরও পড়ুন – নিত্যযাত্রীদের দুর্ভোগের আশঙ্কা! ফের বাতিল একগুচ্ছ ব্যান্ডেল-কাটোয়া লোকাল 

_

 

_

 

_

 

_

Related articles

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...
Exit mobile version