Friday, January 30, 2026

OMR শিটের কার্বন কপি হাতে পেতে পারেন পরীক্ষার্থীরা? নিয়ম বদলের প্রস্তাব পাঠাচ্ছে SSC

Date:

Share post:

শিক্ষক নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে একাধিক নয়া পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টে (Supreme Court) রায়ের পরেই শুরু হয়েছে নয়া তোড়জোড়। এবার থেকে লিখিত পরীক্ষা শেষে OMR শিট-এর কার্বন কপি যাতে বাড়িও নিয়ে যেতে পারেন পরীক্ষার্থীরা, সেই প্রস্তাব স্কুল শিক্ষা দফতরে পাঠাতে চলেছে SSC। সরকারের অনুমতি মিললে নিয়োগবিধি বদলে যাবে।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, এবার থেকে পরীক্ষার পরেই OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের হাতে। লিখিত পরীক্ষা শেষে ওএমআর শিট-এর কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। এই প্রস্তাব স্কুল শিক্ষা দফতরে পাঠাতে চলেছে এসএসসি। পাশাপাশি, ফলপ্রকাশের আগে নির্দিষ্ট সিরিজের উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে, সেখান থেকেও উত্তরপত্র দেখতে পাবেন। এছাড়া কাউন্সিলিং নিয়েও একাধিক পরিকল্পনা নিচ্ছে এসএসসি। এপ্রিলের মধ্যেই নতুন নিয়োগবিধির প্রস্তাব পাঠাতে হবে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে। সরকারি সম্মতির পরেই এই বিধি অনুযায়ী নিয়োগ হতে পারে বলে সূত্রের খবর। বিভিন্ন রিজিয়ানের চেয়ারম্যানদের সঙ্গে এই বিষয়ে বৈঠক হলেও তা এখনও নিশ্চিত নয়।

৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করেছে। অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে প্রায় ২৬ হাজার চাকরি। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানায়, চাকরি গেলেও আপাতত নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর অবধি বহাল থাকবেন।
আরও খবর: আরজি কর আন্দোলনে মুখ দেখাতে ‘অ্যাপিয়ারেন্স ফি’ টলিতারকাদের একাংশের, বিস্ফোরক অরিন্দম

২০২২ সালে নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন আনতে চেয়েছিল কমিশন। তখন খসড়া প্রস্তুত করে রাজ্য শিক্ষা দফতরেও পাঠানো হয়। ২০২৩ পর্যন্ত তা নিয়ে আলোচনা হলেও প্রক্রিয়া এগায়নি। সেই খসড়ার সঙ্গে নতুন কিছু নিয়ম মিলিয়ে তৈরি হয়েছে নতুন খসড়া।

spot_img

Related articles

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...