Friday, December 19, 2025

OMR শিটের কার্বন কপি হাতে পেতে পারেন পরীক্ষার্থীরা? নিয়ম বদলের প্রস্তাব পাঠাচ্ছে SSC

Date:

Share post:

শিক্ষক নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে একাধিক নয়া পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টে (Supreme Court) রায়ের পরেই শুরু হয়েছে নয়া তোড়জোড়। এবার থেকে লিখিত পরীক্ষা শেষে OMR শিট-এর কার্বন কপি যাতে বাড়িও নিয়ে যেতে পারেন পরীক্ষার্থীরা, সেই প্রস্তাব স্কুল শিক্ষা দফতরে পাঠাতে চলেছে SSC। সরকারের অনুমতি মিললে নিয়োগবিধি বদলে যাবে।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, এবার থেকে পরীক্ষার পরেই OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের হাতে। লিখিত পরীক্ষা শেষে ওএমআর শিট-এর কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। এই প্রস্তাব স্কুল শিক্ষা দফতরে পাঠাতে চলেছে এসএসসি। পাশাপাশি, ফলপ্রকাশের আগে নির্দিষ্ট সিরিজের উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে, সেখান থেকেও উত্তরপত্র দেখতে পাবেন। এছাড়া কাউন্সিলিং নিয়েও একাধিক পরিকল্পনা নিচ্ছে এসএসসি। এপ্রিলের মধ্যেই নতুন নিয়োগবিধির প্রস্তাব পাঠাতে হবে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে। সরকারি সম্মতির পরেই এই বিধি অনুযায়ী নিয়োগ হতে পারে বলে সূত্রের খবর। বিভিন্ন রিজিয়ানের চেয়ারম্যানদের সঙ্গে এই বিষয়ে বৈঠক হলেও তা এখনও নিশ্চিত নয়।

৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করেছে। অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে প্রায় ২৬ হাজার চাকরি। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানায়, চাকরি গেলেও আপাতত নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর অবধি বহাল থাকবেন।
আরও খবর: আরজি কর আন্দোলনে মুখ দেখাতে ‘অ্যাপিয়ারেন্স ফি’ টলিতারকাদের একাংশের, বিস্ফোরক অরিন্দম

২০২২ সালে নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন আনতে চেয়েছিল কমিশন। তখন খসড়া প্রস্তুত করে রাজ্য শিক্ষা দফতরেও পাঠানো হয়। ২০২৩ পর্যন্ত তা নিয়ে আলোচনা হলেও প্রক্রিয়া এগায়নি। সেই খসড়ার সঙ্গে নতুন কিছু নিয়ম মিলিয়ে তৈরি হয়েছে নতুন খসড়া।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...