Friday, November 14, 2025

বড় জমায়েতে শর্তসাপেক্ষে অনুমতি! ভাঙড়ে পরিদর্শনের পর জানালেন নগরপাল মনোজ ভার্মা

Date:

Share post:

ওয়াকফ আইনের প্রতিবাদে গত সোমবার বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ভাঙড়ের শোনপুর বাজারে। বৃহস্পতিবার দুপুরে সেই শোনপুর বাজার সরেজমিনে পরিদর্শন করলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। তাঁর সঙ্গে ছিলেন ভাঙড় ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকরাও। সেখান থেকে কমিশনার উত্তর কাশীপুর থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আপাতত কোনও বড় জমায়েতের ক্ষেত্রে খুব সতর্কভাবে অনুমতি দেওয়া হবে। খুব বড় জমায়েতের ক্ষেত্রেই আমরা বিশৃঙ্খলা তৈরি হতে দেখেছি। কারণ, যারা জমায়েত আয়োজন করছে, একটা সময় পর জমায়েতের উপর তাদের নিয়ন্ত্রণ থাকে না। তাই বড় জমায়েতের ক্ষেত্রে কত লোক হচ্ছে, কোত্থেকে লোক আসছে, যেখানে জমায়েত হবে সেই জায়গাটা কতটা সেনসিটিভ, সবদিক খতিয়ে দেখেই অনুমতি দেওয়া হবে।

নগরপাল আরও জানিয়েছেন, ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই পুলিশের তরফে আপাতত এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরবর্তীকালে টাইম টু টাইম রিভিউ হবে। এর সঙ্গে কোনও ধর্মীয় যোগ নেই। ছোটখাটো অনুষ্ঠান হচ্ছেই। কোনও সমস্যা হয়নি। তবে বড় জমায়েতের ক্ষেত্রে প্রতিটি বিষয় খতিয়ে দেখে অনুমতি দেওয়া হবে। উত্তর কাশীপুর থানায় এসে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ভাঙড়ে অশান্তি ছড়ানোর সঙ্গে জড়িত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। মঙ্গলবার রাত পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার উত্তর কাশীপুর থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- শীর্ষ আদালতের ক্ষমতা-এক্তিয়ার নিয়ে প্রশ্ন! উপরাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন কল্যাণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...