বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি, সম্মতি নিয়েই জমি অধিগ্রহণ! দেউচা প্রসঙ্গে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর 

মানুষের অমতে জোর করে প্রকল্পের জন্য জমি নেবে না রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে আরও একবার আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাঁচামি নিয়ে রাজ্য সরকার ঠিক কী করতে চাইছে, মুখ্যমন্ত্রী এদিন সেটা স্পষ্ট করে দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের পরে উদ্বোধন করব। এখন যেমন কাজ চলছে চলুক। দেউচা পাঁচামিরও কাজ চলছে। আগামী দিনে কেউ জমি দিলে আমরা তাদের চাকরি দেব, ক্ষতিপূরণ দেব, বাড়িও করে দেব। নতুন করে গেটওয়ে তৈরি হবে এখানে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি তৈরি হবে। তবে কাউকে জমি দেওয়ার জন্য জোর করব না। মুখ্যমন্ত্রী আগেও জানিয়ে ছিলেন, যে পরিমাণ জমি প্রয়োজন সেটা কিনে নেওয়া হবে। সংশ্লিষ্ট সরকারি প্যাকেজে যাঁরা সন্তুষ্ট হবেন তাঁরা লিখিতভাবে সরকারকে সম্মতি-বার্তা দিলে তাঁদের জমি কিনে নেওয়া হবে। যাঁরা লিখিতভাবে তা জানাবেন না, তাঁদের থেকে জমি নেওয়া হবে না। মুখ্যমন্ত্রী জানান, এখানে কয়লা খনি তৈরি হলে আগামী ১০০ বছরে বিদ্যুতের অভাব হবে। আগে যে পরিমাণে লোডশেডিং হত এখন তা একেবারে কমে গেছে।

আরও পড়ুন- বড় জমায়েতে শর্তসাপেক্ষে অনুমতি! ভাঙড়ে পরিদর্শনের পর জানালেন নগরপাল মনোজ ভার্মা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_