Friday, August 22, 2025

দেবস্মিত মুখোপাধ্যায় ও সুদীপ্ত সাহা

একেবারে টোপার মাথায়, ধুতি-পাঞ্জাবিতে সেজে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একেবারে সাবেকি লাল বেনারসি-চেলিতে সেজে শুক্রবার গোধূলি বেলায় দিলীপের বাড়িতে উপস্থিত হন পাত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। নিকট আত্মীয়দের উপস্থিতিতে চারহাত এক হয়। মালাবদল থেকে সিঁদুরদান বাদ ছিল না কিছুই। বিয়েতে পড়ছে আইনি সিলমোহরও। এর পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ সকালের শুভেচ্ছার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার বিকেলে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের খবর প্রথম সামনে আনেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার পর থেকেই হৈ হৈ সারা রাজ্যে। সকাল থেকে দিলীপের নিউটাউনের ভিড়। আড়ম্বড় পছন্দ নয় দিলীপের। ঘরোয়াভাবেই নিউটাউনের ফ্ল্যাটে বসে বিয়ের আসর। রীতি-আচার মেনে সাদা ধুতি-পাঞ্জাবি পরে ছাঁদনাতলায় দিলীপ। পার্লারে সাজগোজ করতে গিয়েছিলেন রিঙ্কু। পরনে লাল বেনারসি, মাথায় শোলার মুকুট, লাল ওড়না, কপালে ছোট টিপ, পরে একেবারেই সাবেকী কনে সাজে মণ্ডপে হাজির হন রিঙ্কু। রিঙ্কুর সঙ্গে আসেন কয়েক জন কনেযাত্রী। তবে তাঁর পুত্র আসেননি।

শনিবার দিলীপের জন্মদিন। প্রাতর্ভ্রমণের সঙ্গীরা সকালে তাঁর জন্মদিন পালন করতে পারেন। বিয়ের কারণে তাঁর রাজনৈতিক কর্মসূচিতেও কোনও পরিবর্তন হবে না- বিয়ের পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দিলীপ ও রিঙ্কু। মায়ের জন্য বিয়ে। তাঁকে দেখাশোনার জন্যেই রিঙ্কুকে তিনি বিয়ে করেছেন বলে জানান দিলীপ।

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version