দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে অগ্নিকাণ্ড,আতঙ্কের ঘোর কাটছে না যাত্রীদের 

প্রতীকী ছবি

ব্যস্ত শহরে আচমকাই চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে পুরুলিয়ার দিকে যাওয়ার সময় দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly bridge) একটি যাত্রীবাহী বাসের মধ্যে আগুন লেগে যায়। আতঙ্কিত যাত্রীরা বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি করতে থাকেন। অনেকে আবার জানলা দিয়ে লাফ মারেন। ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত দমকলের ৪টি ইঞ্জিন পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ব্রিজের গার্ডারে আগুন লাগায় বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu)উপর থেকেই ফুলকি ছিটকে নিচের কয়লা ডিপোতেও আগুন ধরে যায়। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন বহু মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথমে বাসের চাকায় আগুন লাগে। ওই অবস্থায় বাসটি টোল প্লাজার দিকে খানিকটা এগিয়ে যায়। এরপরই আগুন ছড়িয়ে পড়তে থাকলে ড্রাইভার ও কন্ডাক্টার লাফ দিয়ে নেমে পড়েন। প্রাণভয়ে জানলা দিয়ে ঝাঁপ মারেন যাত্রীদের কেউ কেউ। কলকাতা পুলিশ (Kolkata Police) এবং হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) আধিকারিকরা এখানে পৌঁছে নিরাপদে সব যাত্রীদের বাস থেকে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন। হতাহতের কোনও খবর নেই তবে ব্রিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। কীভাবে আগুন লাগল তার তদন্ত শুরু হয়েছে।