১৫০-রও বেশি বঞ্চিত শিশুকে স্কুল সামগ্রী বিতরণ, CSR কর্মসূচীতে উজ্জ্বল দৃষ্টান্ত মার্লিনের

টালিগঞ্জের জয় হিন্দ অবৈতনিক বিদ্যালয়ের পড়ুয়াদের পাশে দাঁড়াল মার্লিন গ্রুপ। ‘মার্লিন আই অ্যাম কলকাতা’-র মাধ্যমে ১৫০-রও বেশি ছাত্রছাত্রীকে স্কুল ব্যাগ, খাতা-কলম, পাঠ্যবই সহ শিক্ষাসামগ্রী তুলে দিল তারা। এই সহায়তা এবারই প্রথম নয়, টানা à§§à§« বছর ধরে এই সমাজকল্যাণমূলক কাজে ব্রতী মার্লিন গ্রুপ।

জয় হিন্দ ক্লাব পরিচালিত এই বিদ্যালয়টি মূলত টালিগঞ্জের বস্তি ও রেড লাইট এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদান করে। লোয়ার নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পাঠক্রম অনুসরণে শিক্ষা চালু রয়েছে এখানে। এই উপলক্ষে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সকেত মোহতা বলেন, “আমরা বিশ্বাস করি, শিক্ষা হল পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। গত ১৫ বছর ধরে আমরা জয় হিন্দ বিদ্যালয়ের পাশে রয়েছি এবং আগামী দিনেও এই শিশুদের আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী নাগরিক হয়ে ওঠার পথে পাশে থাকব।”

চার দশকেরও বেশি সময় ধরে মার্লিন গ্রুপ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও দক্ষতা বিকাশের বিভিন্ন প্রকল্পে যুক্ত। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে: বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প , যা কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ-এর সঙ্গে যৌথ উদ্যোগে, যা জাতিসংঘের SDG মিশনের স্বীকৃতি পেয়েছে। কলকাতার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ অভিযান। ধাপার বস্তি এলাকায় ডিজিটাল স্কিল ট্রেনিং সেন্টার। DRCSC ও Terre des Hommes Suisse-এর সহযোগিতায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত মার্লিন গ্রুপ আজ ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট সংস্থা। কলকাতা, আহমেদাবাদ, রায়পুর, চেন্নাই, পুনে ও কলম্বোতে তাদের ২০ মিলিয়নেরও বেশি স্কোয়ার ফুট নির্মাণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ৪০ মিলিয়ন স্কোয়ার ফুট নির্মাণাধীন।

আরও পড়ুন- হিসেবে অসংগতি! জুনিয়র ডক্টরস ফ্রন্টের কাছে ৬ দফা প্রশ্ন রাখল অ্যাসোসিয়েশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_