Saturday, November 8, 2025

দোষ ঢাকতে অনধিকার কথা! মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশের বক্তব্যের পাল্টা বিদেশমন্ত্রক

Date:

কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চলেছে, মুর্শিদাবাদের ঘটনায় ফেরে একবার তা স্মরণ করিয়ে দেওয়া হল ভারতের তরফে। প্রতিবেশী দেশ থেকে দুষ্কৃতীরা এসে তান্ডব চালানোর যে তত্ত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) তুলে ধরেছিল, তা নিয়ে বাংলাদেশ সমালোচনা করলে পাল্টা বিদেশ মন্ত্রকের (MEA) তরফেও সে দেশে দুষ্কৃতীদের অবাধ ঘোরাফেরার দারুন তুলে ধরা হল। সেই সঙ্গে ভারতের বিষয়ে অনধিকার চর্চা নিয়ে সতর্ক করা হল। কার্যত বিদেশ মন্ত্রকও মেনে নিল, মুর্শিদাবাদের (Murshidabad) ঘটনায় হাত রয়েছে বিএসএফ-এর অপারদর্শিতায় ঢুকে আসা বাংলাদেশের দুষ্কৃতীদের।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্টে তুলে ধরেছে মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীদের হাত রয়েছে। এরই পাল্টা বাংলাদেশ দাবি করে ভারতের অশান্তিতে বাংলাদেশের কোন হাত নেই। কার্ষত ভারতের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করা হয় বাংলাদেশের (Bangladesh) তরফে। সেই সঙ্গে পাল্টা দাবি করা হয়, ভারতে সংখ্যালঘুদের (minorities) ওপর আক্রমণে বহু মৃত্যু ঘটেছে। ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক কেন্দ্র ও রাজ্য সরকার।

এরই পাল্টা ভারতীয় বিদেশ মন্ত্রকের (MEA) তরফে দাবি করা হয়, বাংলার মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশের (Bangladesh) তরফে সেখানকার সংখ্যালঘুদের (minorities) ওপর অত্যাচারের সঙ্গে ভারতের যে তুলনা করা হয়েছে তা তাদের দেশের বাস্তবকে লুকানোর চেষ্টা। বাস্তবে বাংলাদেশে অপরাধীরা খোলা ঘুরে বেড়ায়। বাংলাদেশের উচিত অনধিকার কথা না বলে নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা।

বিদেশ মন্ত্রকের কথাতেও কার্যত অমিত শাহর দফতরের কথার প্রতিফলন। বাংলাদেশ (Bangladesh) থেকে আসা দুষ্কৃতীরা যে বাংলার মুর্শিদাবাদে (Murshidabad) অশান্তির পিছনে দায়ী, সেই বক্তব্যকেই সমর্থন জানালো বিদেশ মন্ত্রক (MEA)। সম্প্রতি নরেন্দ্র মোদি ও মহম্মদ ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হলেও যে সীমান্তপার থেকে আসা দুষ্কৃতী নিয়ন্ত্রণে দেশের প্রধানমন্ত্রীও ব্যর্থ, মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশকে দেওয়া বিদেশ মন্ত্রকের বিবৃতিতে তাও স্পষ্ট।

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version