Friday, January 30, 2026

শুভ-র পাশে থাকার বার্তা সৌরভের, সাহায্যের হাত ইস্টবেঙ্গলেরও

Date:

Share post:

শুভ দাস(Shubho Das)। একসময়ে বল পায়ে ময়দানে দৌঁড়েছেন। কিন্তু এখন নিজের দাঁড়ানোটাই তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হঠাত্ একটা স্ট্রোক, সব শেষ করে দিয়েছে শুভ দাসের। খেলেছেন মহমেডান স্পোর্টিং, কালীঘাটের মতো দলের হয়ে। কিন্তু ওখন সেসব থেকে বহু দূরে আগড়পাড়ার শুভ দাস। এমন সময়েই এগিয়ে এসেছে পিআর সলিউশন। তাদের হাত ধরেই শুভর পাশে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)।

বর্তমানে শুভ(Shubho Das) প্রায় শয্যাশায়ী।  একটা দিক পক্ষাঘাতে আক্রান্ত। সংক্রমণ হওয়ায় বাদ গেছে একটি হাত। তার চিকিৎসার বিশাল খরচ। তাই তার চিকিৎসার খরচ যোগাতে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে পিআর সলিউশন।সেই শুভর জন্যই এবার দড়জা খুলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও(Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতেই হল সেই অনুষ্ঠান।

সেখানে শুভর সঙ্গে যেমন দীর্ঘক্ষণ কথা বললেন তিনি। তেমনই শুভর পাশে থাকার বার্তাও দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তিনি জানিয়েছেন, “আমি কখনোই মনে করিনা যে সে বিকলাঙ্গ। আমি তাদরকে বিশেষভাবে সক্ষম মনে করি। হয়ত ফুটবল তাঁর জীবনে থাকবে না, সেতো সকলেরই খেলাধূলা একদিন জীবন থেকে যেতে হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে মানুষকে খেলা ছাড়তে হয়। স্পোর্টস ছাড়াও জীবন রয়েছে। স্পোর্টস ছাড়াও জীবন অন্যভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মানসিকভাবে আরও শক্তিশালী হও। আমরা সবাই তোমার পাশে রয়েছি”।

এমন একটা উদ্যোগকে সৌরভ গঙ্গোপাধ্যায় সাধুবাদ জানিয়েছে। শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ই নয়। শুভর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে ইস্টবেঙ্গল ক্লাবও(Eastbengal)। তাঁর জন্য এদিনই ৫০ হাজার টাকা তুলে দিয়েছে ইস্টবেঙ্গল।

spot_img

Related articles

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...

লিটনরা না এলেও ভারতে আসছেন দুই বাংলাদেশি আম্পায়ার, সূর্যদের জন্য কড়া নিরাপত্তা

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) । তার আগেই শুক্রবার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা...

টর্চ জ্বেলে অস্ত্রোপচার যোগীরাজ্যে

নেই বিদ্যুৎ, নেই বিকল্প ব্যবস্থাও। মোবাইলের টর্চের মৃদু আলোতেই চলছে সূক্ষ্ম অস্ত্রোপচার, যেখানে সামান্য উনিশ-বিশের ভুলেই ঘটে যেতে...

নাজিরাবাদের শুভেন্দুর ‘শোক মিছিলে’ বাজল ডিজে! চোখে আঙুল দিয়ে দেখালো তৃণমূল

একটি মিছিল করবেন। আর তাতে পুলিশ অনুমতি দেয়নি বলে রাজ্য প্রশাসনের হাজারো ভুল তুলে ধরার চেষ্টা করছিলেন বিরোধী...