Saturday, November 8, 2025

শুভ-র পাশে থাকার বার্তা সৌরভের, সাহায্যের হাত ইস্টবেঙ্গলেরও

Date:

Share post:

শুভ দাস(Shubho Das)। একসময়ে বল পায়ে ময়দানে দৌঁড়েছেন। কিন্তু এখন নিজের দাঁড়ানোটাই তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হঠাত্ একটা স্ট্রোক, সব শেষ করে দিয়েছে শুভ দাসের। খেলেছেন মহমেডান স্পোর্টিং, কালীঘাটের মতো দলের হয়ে। কিন্তু ওখন সেসব থেকে বহু দূরে আগড়পাড়ার শুভ দাস। এমন সময়েই এগিয়ে এসেছে পিআর সলিউশন। তাদের হাত ধরেই শুভর পাশে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)।

বর্তমানে শুভ(Shubho Das) প্রায় শয্যাশায়ী।  একটা দিক পক্ষাঘাতে আক্রান্ত। সংক্রমণ হওয়ায় বাদ গেছে একটি হাত। তার চিকিৎসার বিশাল খরচ। তাই তার চিকিৎসার খরচ যোগাতে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে পিআর সলিউশন।সেই শুভর জন্যই এবার দড়জা খুলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও(Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতেই হল সেই অনুষ্ঠান।

সেখানে শুভর সঙ্গে যেমন দীর্ঘক্ষণ কথা বললেন তিনি। তেমনই শুভর পাশে থাকার বার্তাও দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তিনি জানিয়েছেন, “আমি কখনোই মনে করিনা যে সে বিকলাঙ্গ। আমি তাদরকে বিশেষভাবে সক্ষম মনে করি। হয়ত ফুটবল তাঁর জীবনে থাকবে না, সেতো সকলেরই খেলাধূলা একদিন জীবন থেকে যেতে হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে মানুষকে খেলা ছাড়তে হয়। স্পোর্টস ছাড়াও জীবন রয়েছে। স্পোর্টস ছাড়াও জীবন অন্যভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মানসিকভাবে আরও শক্তিশালী হও। আমরা সবাই তোমার পাশে রয়েছি”।

এমন একটা উদ্যোগকে সৌরভ গঙ্গোপাধ্যায় সাধুবাদ জানিয়েছে। শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ই নয়। শুভর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে ইস্টবেঙ্গল ক্লাবও(Eastbengal)। তাঁর জন্য এদিনই ৫০ হাজার টাকা তুলে দিয়েছে ইস্টবেঙ্গল।

spot_img

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...