Thursday, August 21, 2025

শুভ-র পাশে থাকার বার্তা সৌরভের, সাহায্যের হাত ইস্টবেঙ্গলেরও

Date:

শুভ দাস(Shubho Das)। একসময়ে বল পায়ে ময়দানে দৌঁড়েছেন। কিন্তু এখন নিজের দাঁড়ানোটাই তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হঠাত্ একটা স্ট্রোক, সব শেষ করে দিয়েছে শুভ দাসের। খেলেছেন মহমেডান স্পোর্টিং, কালীঘাটের মতো দলের হয়ে। কিন্তু ওখন সেসব থেকে বহু দূরে আগড়পাড়ার শুভ দাস। এমন সময়েই এগিয়ে এসেছে পিআর সলিউশন। তাদের হাত ধরেই শুভর পাশে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)।

বর্তমানে শুভ(Shubho Das) প্রায় শয্যাশায়ী।  একটা দিক পক্ষাঘাতে আক্রান্ত। সংক্রমণ হওয়ায় বাদ গেছে একটি হাত। তার চিকিৎসার বিশাল খরচ। তাই তার চিকিৎসার খরচ যোগাতে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে পিআর সলিউশন।সেই শুভর জন্যই এবার দড়জা খুলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও(Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতেই হল সেই অনুষ্ঠান।

সেখানে শুভর সঙ্গে যেমন দীর্ঘক্ষণ কথা বললেন তিনি। তেমনই শুভর পাশে থাকার বার্তাও দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তিনি জানিয়েছেন, “আমি কখনোই মনে করিনা যে সে বিকলাঙ্গ। আমি তাদরকে বিশেষভাবে সক্ষম মনে করি। হয়ত ফুটবল তাঁর জীবনে থাকবে না, সেতো সকলেরই খেলাধূলা একদিন জীবন থেকে যেতে হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে মানুষকে খেলা ছাড়তে হয়। স্পোর্টস ছাড়াও জীবন রয়েছে। স্পোর্টস ছাড়াও জীবন অন্যভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মানসিকভাবে আরও শক্তিশালী হও। আমরা সবাই তোমার পাশে রয়েছি”।

এমন একটা উদ্যোগকে সৌরভ গঙ্গোপাধ্যায় সাধুবাদ জানিয়েছে। শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ই নয়। শুভর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে ইস্টবেঙ্গল ক্লাবও(Eastbengal)। তাঁর জন্য এদিনই ৫০ হাজার টাকা তুলে দিয়েছে ইস্টবেঙ্গল।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version