Sunday, August 24, 2025

শুভ-র পাশে থাকার বার্তা সৌরভের, সাহায্যের হাত ইস্টবেঙ্গলেরও

Date:

শুভ দাস(Shubho Das)। একসময়ে বল পায়ে ময়দানে দৌঁড়েছেন। কিন্তু এখন নিজের দাঁড়ানোটাই তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হঠাত্ একটা স্ট্রোক, সব শেষ করে দিয়েছে শুভ দাসের। খেলেছেন মহমেডান স্পোর্টিং, কালীঘাটের মতো দলের হয়ে। কিন্তু ওখন সেসব থেকে বহু দূরে আগড়পাড়ার শুভ দাস। এমন সময়েই এগিয়ে এসেছে পিআর সলিউশন। তাদের হাত ধরেই শুভর পাশে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)।

বর্তমানে শুভ(Shubho Das) প্রায় শয্যাশায়ী।  একটা দিক পক্ষাঘাতে আক্রান্ত। সংক্রমণ হওয়ায় বাদ গেছে একটি হাত। তার চিকিৎসার বিশাল খরচ। তাই তার চিকিৎসার খরচ যোগাতে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে পিআর সলিউশন।সেই শুভর জন্যই এবার দড়জা খুলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও(Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতেই হল সেই অনুষ্ঠান।

সেখানে শুভর সঙ্গে যেমন দীর্ঘক্ষণ কথা বললেন তিনি। তেমনই শুভর পাশে থাকার বার্তাও দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তিনি জানিয়েছেন, “আমি কখনোই মনে করিনা যে সে বিকলাঙ্গ। আমি তাদরকে বিশেষভাবে সক্ষম মনে করি। হয়ত ফুটবল তাঁর জীবনে থাকবে না, সেতো সকলেরই খেলাধূলা একদিন জীবন থেকে যেতে হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে মানুষকে খেলা ছাড়তে হয়। স্পোর্টস ছাড়াও জীবন রয়েছে। স্পোর্টস ছাড়াও জীবন অন্যভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মানসিকভাবে আরও শক্তিশালী হও। আমরা সবাই তোমার পাশে রয়েছি”।

এমন একটা উদ্যোগকে সৌরভ গঙ্গোপাধ্যায় সাধুবাদ জানিয়েছে। শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ই নয়। শুভর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে ইস্টবেঙ্গল ক্লাবও(Eastbengal)। তাঁর জন্য এদিনই ৫০ হাজার টাকা তুলে দিয়েছে ইস্টবেঙ্গল।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version