Thursday, August 21, 2025

বিজেপির গুণ্ডামিতে আক্রান্ত পুলিশ! বালুরঘাটে সুকান্তর ‘অভিযানে’ ধস্তাধস্তি

Date:

ইস্যু জিইয়ে রাখতে আন্দোলনের নাটক। আর সেই নাটক থেকে সরাসরি পুলিশের উপর হামলা। তাও খোদ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) নেতৃত্বে। আর তার জেরেই শনিবার দুপুরে রণক্ষেত্র হয়ে ওঠে বালুরঘাট (Balurghat) জেলাশাসকের দফতরের বাইরে। বিজেপির গুণ্ডামিতে মাথা ফেটে এক পুলিশ কর্মী। বিজেপি কর্মীরা এসডিও অফিসের সামনের ব্যারিকেড (barricade) ভাঙার চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। তারই মধ্যে বিজেপি কর্মীদের লাঠির ঘায়ে মাথা ফাটে এক পুলিশ কর্মীর। বাধ্য হয়ে পুলিশকে মৃদু লাঠিচার্জ করে বিজেপি কর্মীদের সরিয়ে দিতে হয়। এই অভিযানকে দিলীপ ঘোষ, শুভেন্দুর সঙ্গে সুকান্তর প্রতিযোগিতা বলে কটাক্ষ তৃণমূলের।

মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পনা করে বাধিয়েছিল বিজেপি। সেই ঘটনার পরে একের পর এক ঘটনাস্থলে কমিশন পাঠিয়ে ইস্যু জিইয়ে রাখতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। রাজ্য সভাপতি নিজের লোকসভা ক্ষেত্রে বিক্ষোভ করে এলাকা গরম করার চেষ্টা করেন। সেই উদ্দেশ্য়ে জেলাশাসকের দফতরের বাইরে শনিবার অশান্তি তৈরির চেষ্টা করে বিজেপি কর্মীরা। চেষ্টা করা হয় ব্যারিকেড (barricade) ভাঙার।

তারই মধ্যে আচমকা বিজেপি কর্মীদের লাঠির আঘাতে মাথা ফাটে এক পুলিশ কর্মীর। এরপর যদিও সুকান্ত মজুমদার দাবি করার চেষ্টা করেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ প্ররোচনা দিয়ে অশান্তি তৈরি করে। গোটা ঘটনাকে বিজেপির রাজ্য নেতাদের প্রতিযোগিতা বলে দাবি রাজ্যের শাসকদলের। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, মুর্শিদাবাদ নিয়ে শুভেন্দুর মিছিল করা হয়ে গিয়েছে। বিয়ে করে প্রচারের আলোয় চলে এসেছেন দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে প্রচারে থাকতে বিক্ষোভ করতে মাঠে নেমে পড়েন সুকান্ত মজুমদার।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version