Friday, November 7, 2025

প্রয়াত নাগাল্যান্ডে নেতাজির শেষ সহযোগী পসউই সুওরো

Date:

নাগাল্যান্ডে নেতাজির শেষ সহযোগী পসউই সুওরো (Poswuyi Swuro) প্রয়াত। ১৫ এপ্রিল বিকেল ৪:০৩ মিনিটে নাগাল্যান্ডের রুজাঝো গ্রামে ১০৬ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। তিনিই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Basu) শেষ জীবিত সহযোগী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, হিরোহিতোর বাহিনী মালয়, সিঙ্গাপুর, মাঞ্চুরিয়া, চিন, ফরাসি ইন্দোচীন, বার্মা এবং ভারত অতিক্রম করেছিল। সম্মিলিত INA-জাপানি বাহিনী ভারতে যে পথগুলি নিয়েছিল তার মধ্যে একটি ছিল নাগাল্যান্ডের রুজাজোর ছোট্ট গ্রাম যেখানে পোসউই থাকতেন। ১৯৪৪ সালের ৪ এপ্রিল, সেখানে শিবির স্থাপন করেন সুভাষ বসু। পসউইয়ের গ্রামে একটানা নয় দিন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পোসউইয়ের তীক্ষ্ণতা এবং সাহায্য করার আগ্রহ দেখে মুগ্ধ হয়ে তাঁকে এলাকায় নিজের সহযোগী নিযুক্ত করেন নেতাজি। পসউই (Poswuyi Swuro) তাঁর দোভাষী হিসেবে কাজ করেছিলেন। শুধু তাই নয়, আজাদ হিন্দ বাহিনী যখন নাগাল্যান্ডে পৌঁছয়, তখন একইসঙ্গে আজাদ হিন্দ ফৌজকে সেখানে গাইডও করেছিলেন বলে জানা যায়। ভারতের স্বাধীনতার ইতিহাসে পসউইয়ের অবদান ভোলার নয়।
আরও খবর: আফ্রিকা থেকে আসছে ৮ চিতা! আবার বরাদ্দ বিপুল অর্থ

দেশপ্রেম, জাতীয়তাবোধ ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানই নয়, পসউই আধ্যাত্মিক গুরু হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর সম্প্রদায়ের মানুষজন তাঁকে খুবই শ্রদ্ধা করতেন। দশকের পর দশক ধরে জনষেবার কাজের সঙ্গে যুক্ত। মিশুকে ব্যবহারের জন্য খুবই জনপ্রিয় ছিলেন পসউই। বিগত কয়েক বছর ধরে তাঁর কাছে জিজ্ঞাসুদের ভিড় উপচে পড়ত। ইতিহাসবিদ থেকে গবেষক প্রত্যেকেই যেতেন তাঁর কাছে। তাঁরা উদগ্রীব হয়ে শুনতেন নেতাজির সঙ্গে তাঁর কথোপকথন।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version