Wednesday, November 5, 2025

রেল অবরোধে কড়া শাস্তি! শিয়ালদহ ডিভিশনে জারি নির্দেশিকা

Date:

Share post:

প্রত্যাশা মতো দাবি পূরণ না হলেই রেল অবরোধ করে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলা আর বরদাস্ত নয়। এবার থেকে ছোট -বড় যেকোনও ইস্যু নিয়ে ট্রেন অবরোধ (Rail Block) করলে কড়া শাস্তি পেতে হবে অবরোধকারীদের। শুক্রবার এমন নির্দেশ দিয়েছেন শিয়ালদহ শাখার ডিআরএম দীপক নিগম (Deepak Nigam, Sealdah DRM)। রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দশ জন যাত্রীর প্রতিবাদী পদক্ষেপে দশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন না। এবার থেকে অবরোধ করলেই গ্রেফতারির পথে হাঁটবে রেল পুলিশ। পাশাপাশি যাতে সহজে জামিন না মেলে সেই মতো মামলা সাজানো হবে বলেও সতর্ক করা হয়েছে।

গত কয়েকদিন ধরে বারবার মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে শিয়ালদহ শাখার একাধিক স্টেশনে রেল অবরোধ করেছেন যাত্রীদের একাংশ। ব্যস্ত সময়ে সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। একদিকে যেমন সাধারণ জনজীবন এবং পরিষেবা (Rail service) ব্যাহত হচ্ছে, অন্যদিকে এইসব অবরোধ- বিক্ষোভের জেরে রেলের সম্পত্তি নষ্টের ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে অবরোধকে ‘জনস্বার্থ বিরোধী’ বলে মনে করেছে রেল (Indian Railways)। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, অবরোধকারীদের রেল আইনের ১৭৪ ধারায় গ্রেফতার এবং জরিমানা করা হবে। ১৫৩ ও ১৫৪ ধারা জুড়ে দেওয়া হবে এফআইআরে যাতে সহজে জামিন না মেলে। কিন্তু অবরোধকারীর সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে কারা প্রকৃত দোষী তা চিহ্নিত করা যাবে কীভাবে?শিয়ালদহ শাখা DRM জানিয়েছেন, অবরোধের সময় একেবারে ‘পিন পয়েন্ট অপারেশন’ চালিয়ে জানতে হবে ভিড়ের মধ্যে কে বা কারা নেতৃত্ব দিচ্ছেন এবং সেই ফুটেজ সংগ্রহ করতে হবে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন শিয়ালদহ শাখায় মহিলা কামরা বাড়ানোর সিদ্ধান্ত একেবারে সঠিক তাই কোনভাবেই তা প্রত্যাহার করা হবে না।

 

spot_img

Related articles

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...