Sunday, August 24, 2025

রেল অবরোধে কড়া শাস্তি! শিয়ালদহ ডিভিশনে জারি নির্দেশিকা

Date:

Share post:

প্রত্যাশা মতো দাবি পূরণ না হলেই রেল অবরোধ করে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলা আর বরদাস্ত নয়। এবার থেকে ছোট -বড় যেকোনও ইস্যু নিয়ে ট্রেন অবরোধ (Rail Block) করলে কড়া শাস্তি পেতে হবে অবরোধকারীদের। শুক্রবার এমন নির্দেশ দিয়েছেন শিয়ালদহ শাখার ডিআরএম দীপক নিগম (Deepak Nigam, Sealdah DRM)। রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দশ জন যাত্রীর প্রতিবাদী পদক্ষেপে দশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন না। এবার থেকে অবরোধ করলেই গ্রেফতারির পথে হাঁটবে রেল পুলিশ। পাশাপাশি যাতে সহজে জামিন না মেলে সেই মতো মামলা সাজানো হবে বলেও সতর্ক করা হয়েছে।

গত কয়েকদিন ধরে বারবার মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে শিয়ালদহ শাখার একাধিক স্টেশনে রেল অবরোধ করেছেন যাত্রীদের একাংশ। ব্যস্ত সময়ে সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। একদিকে যেমন সাধারণ জনজীবন এবং পরিষেবা (Rail service) ব্যাহত হচ্ছে, অন্যদিকে এইসব অবরোধ- বিক্ষোভের জেরে রেলের সম্পত্তি নষ্টের ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে অবরোধকে ‘জনস্বার্থ বিরোধী’ বলে মনে করেছে রেল (Indian Railways)। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, অবরোধকারীদের রেল আইনের ১৭৪ ধারায় গ্রেফতার এবং জরিমানা করা হবে। ১৫৩ ও ১৫৪ ধারা জুড়ে দেওয়া হবে এফআইআরে যাতে সহজে জামিন না মেলে। কিন্তু অবরোধকারীর সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে কারা প্রকৃত দোষী তা চিহ্নিত করা যাবে কীভাবে?শিয়ালদহ শাখা DRM জানিয়েছেন, অবরোধের সময় একেবারে ‘পিন পয়েন্ট অপারেশন’ চালিয়ে জানতে হবে ভিড়ের মধ্যে কে বা কারা নেতৃত্ব দিচ্ছেন এবং সেই ফুটেজ সংগ্রহ করতে হবে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন শিয়ালদহ শাখায় মহিলা কামরা বাড়ানোর সিদ্ধান্ত একেবারে সঠিক তাই কোনভাবেই তা প্রত্যাহার করা হবে না।

 

spot_img

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...