Monday, January 12, 2026

দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চলল গুলি, গ্রেফতার ৪

Date:

Share post:

রোগীর পরিজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বিবাদে দুর্গাপুরের (Durgapur) এক বেসরকারি হাসপাতালে চলল তিন রাউন্ড গুলি। হতাহাতের কোনও খবর নেই তবে আতঙ্কিত অন্যান্য রোগী ও তাঁদের পরিবার। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, চিকিৎসায় গাফিলতি অভিযোগ তুলে হাসপাতালের এক রোগীর পরিবারের লোকেরা গুলি চালায়। এই ঘটনায় এখনও পর্যন্ত আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁদের আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে পথ দুর্ঘটনায় আহত হয়ে দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা বাসুদেব পাল নামে এক ব্যক্তি বৃহস্পতিবার থেকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। রোগীর পরিবারের সদস্যদের দাবি, গুরুতর অবস্থায় ভর্তি করা সত্ত্বেও রোগীর যথাযথ চিকিৎসা করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনও যোগাযোগই করেনি। যদিও চিকিৎসকরা বলছেন তাঁরা পেশেন্টকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু রোগীর পরিবার তা শোনেনি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বাসুদেব পালের পরিবারের লোকজন একসঙ্গে ওয়ার্ডে ঢুকে চিকিৎসকের সঙ্গে দেখা করার জন্য জোর জবরদস্তি করতে থাকে। এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি বচসা শুরু হয়।বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। এরপর পুলিশের সামনেই এক ব্যক্তি শূন্যে তিন রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। কারোর আঘাত না লাগলেও ঘটনা জেনে যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুর্গাপুর থানার (Durgapur Police) বিশাল পুলিশ বাহিনী আগ্নেয়াস্ত্রসহ তাপস রায়, অমিত কর্মকার, অনিমেষ পাল ও অজিত হাজরা নামে চারজনকে গ্রেফতার করেছে।

 

spot_img

Related articles

সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)।  ইনস্টাগ্রামে পোস্ট করে...

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...