Thursday, August 28, 2025

ফেডারেশনের বিরুদ্ধে কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসে যাওয়ার বর্তা ইন্টারকাশির

Date:

চার্চিল ব্রাদার্সকে(Churchill Brothers) চ্যাম্পিয়ন ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF)। আর তাতেই কিন্তু সমস্যার সামনেও পড়তে পারে তারা। চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা পরই কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হওয়ার হুমকি ইন্টার কাশি(Interkashi fc) এফসির। ফেডারেশনের নিয়ম নিয়েই এবার প্রশ্ন তুলছেন ইন্টারকাশি কর্তারা। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

আইলিগ(Ileague) চ্যাম্পিয়ন কে হবে। এই প্রশ্ন নিয়েই এতদিন সকলে তাকিয়ে ছিল ফেডারেশনের দিকে। শেষপর্য়ন্ত ফেডারেশনের আপিল কমিটি চার্চিল ব্রাদার্সকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। আর এই সিদ্ধান্তটাই মেনে নিতে পারছে না ইন্টাররাশি(Interkashi) ম্যানেজমেন্ট। তাদের মতে ফেডারেশনের নিয়মে বহু জায়গায় ফাঁক রয়েছে। এছাড়া ভুলটা ফেডারেশনের। ফেডারেশনের এই গোটা প্রক্রিয়াটা নিয়েই এবার কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হতে চলেছে ইন্টারকাশি।

বিতর্কের শুরুটা ইন্টারকাশি বনাম নামধারি এফসির ম্যাচ দিয়ে। নামধারীর বিরুদ্ধে হেরে গিয়েছিল সেই ম্যাচ ইন্টারকাশি। এরপরই তারা অভিযোগ তোলে যে অবৌধ ফুটবলার খেলিয়েছে নামধারি এফসি। সেটা দেখার পরই হারলেও ইন্টারকশিকেই তিন পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। আর তাতেই ইন্টারকাশির পয়েন্ট দাড়াচ্ছিল ৪২। অর্থাত্ চার্চিলের থেকে দুই পয়েন্ট বেশি। কিন্তু এরপরই পাল্টা অভিযোগ জানায় নামধারী এফসিও।

যে ফুটবলার নির্বাসিত ছিলেন, সেটা ফেডারেশনের সিএমএস পদ্ধতিতে ছিল না। সেই কারণেই খেলিয়েছে তারা। এরপরই সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করে ফেডারেশনের আপিল কমিটি। সেই থেকেই চাপানউতোর চলছিল। শেষপর্যন্ত অবশ্য চার্চিল ব্রাদার্সকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এরপরই সিএএসের যাওয়ার হুমকি দিয়েছে ইন্টারকাশি। তারা যে এত সহজেই ব্যাপারটা ছাড়বে না তা বেশ স্পষ্ট

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version