Monday, August 25, 2025

স্পিন আক্রমণে ভরসা, নায়ারের প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী নাইট শিবির

Date:

রাত পোহালেই ইডেনে গুজরাত টাইটান্সের(GT) বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। ঘরের মাঠে শেষ ম্যাচে হেরেছে কলকাতার নাইটরা। এবার ঘুরে দাঁড়াতে তারা মরিয়া। শেষ ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা ডুবিয়েছিল নাইট শিবিরকে। এই ম্যাচে নামার আগে সেদিকেই যে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বেশি নজর তা বলার অপেক্ষা রাখে না। তবে ইডেনের বাইশগজে যে বরুণ(Varun Chakravarthy) এবং সুনীল নারিনই নাইট শিবিরের বাজি তা ম্যাচের আগের দিনই কার্যত স্পষ্ট করে দিলেন দলের স্পিন কোচ কার্ল ক্রো।

চলতি মরসুমে ভাল ছন্দে রয়েছেন বরুণ চক্রবর্তী। সুনীল নারিনও(Sunil Narine) ফর্মে রয়েছেন।  বোলিংয়ের পাশাপাশি বাড়তি পাওনা নারিনের ব্যাটে ছন্দে ফেরা। কিন্তু প্রতিপক্ষ শিবিরেও রয়েছে বড় নাম। সেই দলে রয়েছেন রশিদ খানের মতো তারকা ক্রিকেটার। তবে নাইটরাও যে প্রস্তুত তা মানতে কোনও দ্বিধা নেই তাদের স্পিন বোলিং কোচের। প্রতিপক্ষ শিবিরের জন্য সেভাবে নীলনক্সাও প্রস্তুত রয়েছে তাদের।

শেষ ম্যাচে বড় জয় পেয়েছে গুজরাত টাইটান্স। সেইসঙ্গে তাদের শিবিরে রয়েছেন জস বাটলার, শুভমন গিলদের মতো নাম। শেষ ম্যাচে বাটলারের ঝোরো ইনিংসেই জয় পেয়েছিল গুজরাত টাইটান্স। এই ম্যাচে তাঁকে আটকাতে নাইট রাইডার্সের স্পিনাররাও প্রধান অস্ত্র হতে চলেছে কার্ল ক্রোয়ের ইঙ্গিতেই তা স্পষ্ট।

এছাড়া এই ম্যাচের আগেই কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে ফিরে এসেছেন অভিষেক নায়ার(Abhishek Nayar)। গতবারের চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন তিনি। তাঁর প্রত্যাবর্তনে যে নাইট শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটারদর সঙ্গে তাঁর বন্ডিংটাও বেশ ভাল। কাজও শুরু করে দিয়েছেন তিনি।

ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টের কাছে হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। এরপরই পিচ নিয়ে শুরু হয়েছিল নানান কথা। তবে এই ম্যাচেও পিচ কতটা বদলাতে তা নিয়ে নিশ্চিত নয় নাইট শিবির। সেই সমস্ত কথা মাথায় রখেই প্রস্তুতি চলছে তাদের।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version