Tuesday, November 11, 2025

দিলীপের থেকে প্রচারের আলো কাড়তে বালুরঘাট থেকে ভবানীপুর অশান্তির চেষ্টা সুকান্ত-শুভেন্দুর

Date:

দল যতই কোণঠাসা করার চেষ্টা করুক রাজ্য রাজনীতিতে তাঁর উপস্থিতি এক বিয়ে করেই জানান দিয়ে দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। গত কয়েকদিন ধরে তাঁর বিয়ের খবরে উত্তাল বঙ্গ রাজনীতি। সংবাদমাধ্যমের বেশ খানিকটা অংশ জুড়ে রয়েছে দিলীপের বিয়ের খবর। আর এতে নাকি গায়ে জ্বালা ধরেছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের। এই কারণে দিলীপের বিয়ের পরের বালুরঘাট গিয়ে অশান্তি বাঁধিয়ে প্রচারের আলো টানতে চেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদের অশান্তির প্রতিবাদে কলকাতার ভবানীপুরে সভা করে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়েই রাজনৈতিক মহলে চর্চা- দিলীপের প্রচারের আলো কমাতেই এই প্রচেষ্টা পদ্ম শিবিরের অন্যান্য নেতানেত্রীদের।

শুক্রবার রিঙ্কু মজুমদারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দিলীপ ঘোষ। সকালে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে ব্যক্তিগতভাবে বা সোশ্যাল মিডিয়ায় দিলীপকে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে। রাজ্য রাজনীতিতে আগে থেকেই চর্চা রয়েছে দিলীপের বিপরীত শিবিরে রয়েছেন শুভেন্দু। কারণ যাই হোক, মুখে কুলুপ বিরোধী দলনেতার। শনিবার তাঁকে বিষয় সংবাদ মাধ্যম প্রশ্ন করলে শুভেন্দু বলেন, ”দল তো শুভেচ্ছা জানিয়েইছে, আমি আলাদা করে কী বলব?” মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে কলকাতার ভবানীপুরে মিছিল করেন বিরোধী দলনেতা। এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রায় দেড় কিলোমিটার পথ ধরে চলে। ছিলেন মীনাদেবী পুরোহিত, তাপস রায়েরাও।

এদিকে এদিন আন্দোলনের নাটক সুকান্তরও। শনিবার দুপুরে রণক্ষেত্র হয়ে ওঠে বালুরঘাট জেলাশাসকের দফতরের বাইরে। বিজেপির গুণ্ডামিতে মাথা ফেটে এক পুলিশ কর্মী। বিজেপি কর্মীরা এসডিও অফিসের সামনের ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। এই অভিযানকে দিলীপ ঘোষ, শুভেন্দুর সঙ্গে সুকান্তর প্রতিযোগিতা বলে কটাক্ষ তৃণমূলের।

আর রাজনৈতিক মহলের মতে, এই কদিন দিলীপ ঘোষ রাজনৈতিক কর্মসূচির বাইরে যেভাবে বিয়ে নিয়ে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রচারের আলো টেনেছেন তাতেই গোষ্ঠীকোন্দলে জর্জরিত বিজেপির শীর্ষ নেতৃত্বের জ্বালা ধরেছে। সেই কারণে তাঁরা আলাদা আলাদা ভাবে অশান্তি সৃষ্টি করে প্রচারের আলো টানতে চেয়েছেন। কিন্তু তা সত্বেও শনিবার ও চর্চায় দিলীপ-রিঙ্কুর কালরাত্রি ও ফুলশয্যা।

আরও পড়ুন – রাজনৈতিক অ্যাসাইনমেন্ট! মহিলাদের সাদা কাগজে সই করাচ্ছে জাতীয় মহিলা কমিশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...
Exit mobile version