Sunday, November 9, 2025

রাজনৈতিক অ্যাসাইনমেন্ট! মহিলাদের সাদা কাগজে সই করাচ্ছে জাতীয় মহিলা কমিশন

Date:

জাতীয় মহিলা কমিশনকে বাংলায় রাজনৈতিক অ্যাসাইনমেন্টে পাঠিয়েছে বিজেপি, এটা নতুন কোনও কথা নয়। এর থেকেও বড় এবং বিস্ফোরক অভিযোগ হল, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ঘুরে মহিলাদের সাদা কাগজে সই করাচ্ছেন এই জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। যেসব জায়গায় অশান্তি হয়েছে সেই সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতির সব জায়গায় এই ধরনের সাদা কাগজে সই করিয়ে এবং শোনা যাচ্ছে আশপাশের এলাকা থেকেও সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে সেই কাগজ আনা হচ্ছে। যাতে পরবর্তীকালে সেখানে বাংলার বিরুদ্ধে মিথ্যা গল্প সাজিয়ে কুৎসার প্রচারে নামতে পারে বিজেপি।

শনিবার তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ আনা হয়েছে। দলের স্পষ্ট বক্তব্য, মহিলা কমিশন কি বাংলা ছাড়া আর কোনও রাজ্য দেখতে পায় না? শুধু বাংলাতেই টিম পাঠাতে হয়! যখন মণিপুর জ্বলে বা ডবল ইঞ্জিন সরকার রয়েছে এরকম কোনও রাজ্যে গন্ডগোল হয়, অভিযোগ আসে–– সেখানে তো তখন এই জাতীয় মহিলা কমিশন কিংবা অন্য কোনও কেন্দ্রীয় টিম যায় না। তখন অন্যদের সর্বনাশ হয়ে গেলেও এদের এত যাতায়াত করতে দেখা যায় না। এদের শুধুমাত্র রাজনৈতিক অ্যাসাইনমেন্টে বাংলায় পাঠানো হয়। এ-বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলে রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, জাতীয় মহিলা কমিশন সন্দেশখালি এসেছিল। বাংলার সেখানেও একই কাজ করা হয়েছে। এবার সেই মডেল অ্যাপ্লাই করা হচ্ছে মুর্শিদাবাদে। এই যে জাতীয় মহিলা কমিশনের রেখা শর্মা, তিনি তো এসব করে রাজ্যসভায় নমিনেশন পেয়ে গেলেন। বিজেপি দিল। কুণালের সংযোজন, মুর্শিদাবাদের যেসব জায়গায় সমস্যা হয়েছে, সেই ধুলিয়ান-সামশেরগঞ্জ থেকে আমাদের কাছে খবর আসছে, মহিলা কমিশনের সদস্যরা সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করাচ্ছে। এরপর যা পারে একটা গল্প লিখে দিয়ে সেটা বাংলায় বিরুদ্ধে কুৎসা করতে ব্যবহার করবে।

একটা ঘটনা ঘটেছে তা খারাপ ঘটনা। একটা বড় ষড়যন্ত্র-চক্রান্ত রয়েছে, সীমান্তের ওপার থেকে হামলাবাজরা ঢুকেছে। আর সেখানে মহিলা কমিশন গিয়ে সাদা কাগজে সই করাচ্ছে। এরা বঙ্গ বিরোধী। বাংলার মা-বোনেদের অপমান করে এই জাতীয় মহিলা কমিশন। যারা কার্যত বিজেপির মহিলা মোর্চার একটি শাখা সংগঠন হিসেবে ব্যবহৃত হয়। কই তারা কেন মণিপুরে গেলেন না? যেখানে ধর্ষণ করে নগ্ন করে মহিলাদের ঘোরানো হচ্ছে! এসব হচ্ছেটা কী? তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বিজেপির হাতে উন্নয়নের অস্ত্র নেই। বিজেপি বাংলা বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ওরা আটকেছে। এই পরিস্থিতিতে বিজেপির ধর্মীয় মেরুকরণের প্রচার, দুই সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি, সেই রাজনীতিগুলো করার চেষ্টা করছে। একটা বৃহত্তর ষড়যন্ত্র করা হয়েছে তারই অঙ্গ হচ্ছে এই সাদা কাগজে সই। সকলকে সাবধানে থাকতে হবে।

আরও পড়ুন – সোমে শালবনিতে শিলান্যাস জিন্দলদের বিদ্যুৎ প্রকল্পের! মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন সৌরভও 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version