Saturday, January 10, 2026

ইস্টবেঙ্গলের জার্সিতে আর খেলবেন না হেক্টর, অবসর ঘোষণা স্প্যানিশ ফুটবলারের

Date:

Share post:

সুপার কাপের প্রথম ম্যাচেই হার। বিদায় হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের(Eastbengal)। সেইসঙ্গেই লাল-হলুদ শিবিরের সঙ্গে সম্পর্ক শেষ হেক্টর ইউস্তেরও(Hector Yuste)। কেরালা ব্লাস্টার্সের(Kerala Blasters) কাছে হারের পরই কার্যত বিধ্বস্ত ইস্টবেঙ্গল। মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার পরই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন হেক্টর ইউস্তে। শুধু ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্নই নয়, এবার ফুটবল থেকেও অবসর নিচ্ছেব হেক্টর ইউস্তে।

সুপার কাপের(Super Cup) মঞ্চ থেকেই অবসরের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন তিনি। তবে সেটা ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলে সেখান থেকে নিতে পারলে আরও ভালো লাগত তাঁর। কিন্তু সেটা হয়নি। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে বিশ্রী হার। সেখানেও ফের একবার প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের কাঠগড়ায় ইস্টবেঙ্গলের(Eastbengal) ডিফেন্স। সেই ব্যর্থতার পরই ড্রেসিংরুমে ফিরে কোচ, সতীর্থদের সামনে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন হেক্টর ইউস্তে(Hector Yuste)।

ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সঙ্গেই ফুটবল থেকেও অবসর নিয়ে নিলেন তিনি। এবারের আইএসএলের আগেই হেক্টর ইউস্তেকে(Hector Yuste) দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। গতবার মোহনবাগান শিবিরে ছিলেন তিনি। কিন্তু হেক্টর ইস্টবেঙ্গলে যোগ দিয়ে সেভাবে কিছুই করতে পারেননি। বরং বারবার তাঁর ধীর গতি নিয়েই প্রশ্ন উঠেছে। তাঁর সঙ্গে অবশ্য এই এক বছরের জন্যই চুক্তি করেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

আইএসএলের মাঝপথ থেকেই শোনা যাচ্ছিল তাঁকে ছেড়ে দেওয়ার কথা। ইস্টবেঙ্গলের(Eastbengal) যে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর সম্ভাবনাও ছিল না তাও বেশ স্পষ্ট। শেষপর্যন্ত সেটাই হল। তবে ইস্টবেঙ্গল চুক্তি নিয়ে কথা বলার আগেই হেক্টর ইউস্তে ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেইসঙ্গে ইস্টবেঙ্গলের জার্সি থেকেও বিদায় নিলেন তিনি।

হেক্টর অবশ্য নিজেই ছেড়ে দিলেন। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু হিজাজি মাহেরকে নিয়েও একেবারেই সন্তুষ্ট নয়। তাঁকেও আগামী মরসুমে নাও রাখা হতে পারে শোনা যাচ্ছে।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...