Monday, November 3, 2025

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টে নয়া বেঞ্চ, শুনানির দিন ঘোষণা 

Date:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ার পর প্রাথমিকে চাকরি বাতিল মামলায় (Primary Recruitment case) বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ কবে কীভাবে হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সোমবার নয়া ডিভিশন বেঞ্চ গঠনের পাশাপাশি শুনানির দিনক্ষণ জানিয়ে দিল আদালত। কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার অর্থাৎ ২৫ এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরু হবে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর (Tapobrata Chakraborty) ডিভিশন বেঞ্চ মামলার মূলপর্বের শুনানি হবে ২৮ এপ্রিল।

সুপ্রিম কোর্টে (SC) এসএসসির ছাব্বিশ চাকরি বাতিল মামলার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ইতিমধ্যেই আশংকার কালো মেঘ জমতে শুরু করেছে। ২০১৪ সালের টেটের (TET) পর তৈরি প্যানেলের ভিত্তিতে ২০১৬ সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে যে মামলা হয়েছে তাতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তৎকালীন শুনানিতে ৩২ হাজারের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে গত ৭ এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ায় খানিকটা জটিলতা সৃষ্টি হয়। এদিন কোর্ট খুলতেই জানা গেল, প্রাথমিকে এই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে বোর্ডের আবেদনের শুনানি দিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আগামী শুক্রবার থেকে মামলা শুরু হবে।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version