Thursday, November 6, 2025

রাসেলের পাশে দাঁড়িয়ে ব্যাটারদের ব্যর্থতার কথাই ব্রাভোর মুখে

Date:

আন্দ্রে রাসেলকে(Andre Russell) আড়াল করতে গিয়ে নাইট শিবিরের(KKR) ব্যটারদের দিকে আঙুল তুলছেন ডোয়েন ব্রাভো(Dwayne Bravo)? ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে হারের পর চিত্রটা তো অন্তত তেমনই। চলতি মরসুমে এখনও পর্যন্ত চেনা ছন্দে পাওয়া যায়নি আন্দ্রে রাসেলকে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে যে সময় রাসেলকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কলকাতা নাইট রাইডার্সের(KKR)। সেই সময়ই ব্যর্থ তিনি। সেইসঙ্গে রাসেলের স্লো ইনিংস। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে যেমন রাসেলের সমালোচনা শুরু হয়েছে। তেমনই প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখেও রাসেলের ফর্ম নিয়ে প্রশ্ন।

আর সেই অবস্থাতেই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন ডোয়েন ব্রাভো। আন্দ্রে রাসেলের(Andre Russell) পাশে দাঁড়ানোর পাশাপাশি নাইট রাইডার্সের(KKR) ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন তিনি। তাঁর মতে শুধুমাত্র রাসেল নয়। কলকাতা নাইট রাইডার্সের গোটা ব্যাটিং লাইনআপই খারাপ পারফরম্যান্স করছেন। বিশেষ করে তাদের টপ অর্ডার। চলতি আইপিএলের মঞ্চে বারবারই স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়তে হয়েছে রাসেলকে। সেটা খুব একটা বড় সমস্যা নয় বলেই মনে করছেন ডোয়েন ব্রাভো(Dwayne Bravo)।

ম্যাচ শেষে ডোয়েন ব্রাভো(Dwayne Bravo) জানিয়ছিলেন, “আন্দ্রে রাসেল একজন অভিজ্ঞ এবং সফল ক্রিকেটার। হ্যাঁ কয়েকটি ম্যাচে তিনি স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলতে পারছেন না। বিশেষ করে লেগ স্পিনারদের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন। তবে আমার মনে হয় দল হিসাবে আমরা একেবারেই ভাল ব্যাটিং করতে পারছি না। এটাই বাস্তব। রাসেল একাই সমস্যায় নেই। আমাদের একটা দল হয়ে সকলের পাশে সকলকে দাঁড়াতে হবে। আইপিএল অত্যন্ত কঠিন একটা প্রতিযোগিতা। সেখানে আমাদের আরও ভালভাবে প্রস্তুত হতে হবে। যদি শুরুটা ভালভাবে না হয়, তবে ব্যাটাররা একসময় আত্মবিশ্বাস হারিয়েই ফেলবে”।

চলতি আইপিএলে ৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে আন্দ্রে রাসেলের(Andre Russell)। কিন্তু রান করেছেন এখনও পর্যন্ত মাত্র ৫৫। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২১ রানটাই এখনও পর্যন্ত এবারের আইপিএলে রাসেলের সর্বোচ্চ রান। গত ম্যাচে কুইন্টন ডিকক-কে বসানোর সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু রাসেল ব্যর্থ হলেও তাঁকেই খেলিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাসেলকে ঘিরে প্রশ্ন কিন্তু ক্রমশই বাড়তে শুরু করেছে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version