Saturday, January 10, 2026

কাশ্মীরে জঙ্গিহানা: পহেলগামে পর্যটকদের উপর গুলি, মোতায়েন সেনা

Date:

Share post:

জম্মু ও কাশ্মীর সম্পূর্ণ নিরাপদ ও শান্ত, মোদি সরকারের পেটানো ঢেঁড়া ফুটো করে এবার পর্যটকদের উপর জঙ্গি হানার (terrorirst attack) ঘটনা। পহেলগামের (Pahalgam) বৈসরণ উপত্যকায় পর্যটকদের উপর গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। অন্তত পাঁচজনের আহত হওয়ার আশঙ্কা কাশ্মীর পুলিশের। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। এই সময়ে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ঢল। তার মধ্যে অনেকাংশের পর্যটক বাংলার। সেই পরিস্থিতিতে পর্যটকদের উপর জঙ্গিহানার ঘটনায় বাংলাতেও আতঙ্ক ছড়িয়েছে।

ভিড়ে ঠাসা জম্মু ও কাশ্মীরে নতুন করে অশান্তির আগুনে একদিকে আতঙ্কে পর্যটকরা, অন্যদিকে ফের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা পর্যটন শিল্পের। মঙ্গলবার সকালে পহেলগামের (Pahalgam) বৈসরণ উপত্যকা এলাকায় রাজস্থান থেকে আসা পর্যটকরা অমরনাথে (Amarnath shrine) যাওয়ার পথের দিকে যাচ্ছিলেন। সেই সময় অজ্ঞাত পরিচয় জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এক ব্যক্তি গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়লে তাঁর স্ত্রী পুলিশে ফোন করেন। পুলিশ এসে দ্রুত আহত ও তাঁদের আত্মীয়দের উদ্ধার করে। সেই সঙ্গে এলাকায় মোতায়েন করা হয় সেনাবাহিনী।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বৈসারণ এলাকায়। গোটা এলাকায় পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। খোঁজ শুরু হয় আততায়ীর। ঘটনায় পর্যটকসহ স্থানীয় বাসিন্দারাও আহত বলে দাবি সূত্রের। মোট পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া যায় প্রাথমিকভাবে। তার মধ্যে একজনের মাথায় গুলি লাগার অভিযোগ রয়েছে। পর্যটক ভরা কোনও খাবারের জায়গায় গুলি চলায় অন্যান্য পর্যটকদের মধ্য়ে আতঙ্ক ছড়ায়। আগামী ৩ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা। যে এলাকায় জঙ্গি হামলা হয়েছে সেখান থেকেই অমরনাথের (Amarnath shrine) পথে রওনা দিতে হয়। দুমাস আগে সেই এলাকায় জঙ্গি নাশকতায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে কেন্দ্রের নিরাপত্তা নীতি ও গোয়েন্দা দক্ষতার উপর।

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...