আগামী ২৬ এপ্রিল সুপার কাপের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান(MBSG)। তার আগে খানিকটা হলেও স্বস্তি সবুজ-মেরুণ ব্রিগেড। মোহনবাগানের বিরুদ্ধে নামতে পারবেন না কেরালার আদ্রিয়ান লুনা(Adrian Luna)। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। আর তাতেই শোনা যাচ্ছে মোহনবাগানের(MBSG) বিরুদ্ধে নাকি এই উরুগুয়ের ফুটবলারের নামার সম্ভাবনা নেই। এমনটা হলে যে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগেই তাদের ফ্রন্টলাইন খানিকটা হলেও দুর্বল হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।

বেশ কয়েকদিন আগে আইএসএলে দ্বিমুকুট চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান(MBSG)। সুপার কাপে অবশ্য সিনিয়র দলের বেশিরভাগ ফুটবলারদেরই বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণ ব্রিগেডের ওপরই ভরসা রাখছে মোহনবাগান। তবে দীপক টাংরি, সুহেল ভাটরা থাকছেন সুপার কাপের মঞ্চে। তাদের ওপর ভরসা করেই ছক কষছেন বাস্তব রায়। সেইসঙ্গে চোট পেয়েছেন আদ্রিয়ান লুনা(Adrian Luna)। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে তাতেই মাঠে নামতে পারবেন না এই উরুগুয়ের ফুটবলার।


গত মঙ্গলবারই প্রস্তুতি ম্যাচে নেমেছিল মোহনবাগান। সেখানে ৫-১ গোলে জিতেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এই পারফরম্যান্সটা যে দলের সকলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। মোলিনা নয়, এই প্রতিযোগিতায় বাস্তব রায়(Bastab Roy) এবং ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানেই মাঠে নামবে সবুজ-মেরুন শিবির। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। গতবার এই সুপার কাপে ব্যর্থ হয়েছিল মোহনবাগান। এবার সেই খরা কাটিয়ে তরুণদের হাত ধরে চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই দেখার।

–


–

–

–

–

–

–

–

–