Tuesday, August 12, 2025

কেরালায় অনিশ্চিত লুনা, স্বস্তিতে মোহনবাগান

Date:

Share post:

আগামী ২৬ এপ্রিল সুপার কাপের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান(MBSG)। তার আগে খানিকটা হলেও স্বস্তি সবুজ-মেরুণ ব্রিগেড। মোহনবাগানের বিরুদ্ধে নামতে পারবেন না কেরালার আদ্রিয়ান লুনা(Adrian Luna)। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। আর তাতেই শোনা যাচ্ছে মোহনবাগানের(MBSG) বিরুদ্ধে নাকি এই উরুগুয়ের ফুটবলারের নামার সম্ভাবনা নেই। এমনটা হলে যে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগেই তাদের ফ্রন্টলাইন খানিকটা হলেও দুর্বল হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।

বেশ কয়েকদিন আগে আইএসএলে দ্বিমুকুট চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান(MBSG)। সুপার কাপে অবশ্য সিনিয়র দলের বেশিরভাগ ফুটবলারদেরই বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণ ব্রিগেডের ওপরই ভরসা রাখছে মোহনবাগান। তবে দীপক টাংরি, সুহেল ভাটরা থাকছেন সুপার কাপের মঞ্চে। তাদের ওপর ভরসা করেই ছক কষছেন বাস্তব রায়। সেইসঙ্গে চোট পেয়েছেন আদ্রিয়ান লুনা(Adrian Luna)। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে তাতেই মাঠে নামতে পারবেন না এই উরুগুয়ের ফুটবলার।

গত মঙ্গলবারই প্রস্তুতি ম্যাচে নেমেছিল মোহনবাগান। সেখানে ৫-১ গোলে জিতেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এই পারফরম্যান্সটা যে দলের সকলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। মোলিনা নয়, এই প্রতিযোগিতায় বাস্তব রায়(Bastab Roy) এবং ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানেই মাঠে নামবে সবুজ-মেরুন শিবির। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। গতবার এই সুপার কাপে ব্যর্থ হয়েছিল মোহনবাগান। এবার সেই খরা কাটিয়ে তরুণদের হাত ধরে চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...