কাশ্মীরের পহেলগামে (Pahalgam) লস্কর জঙ্গির গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন পর্যটকরা। তার মধ্যে রয়েছেন বাংলার তিনজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই ঘটনায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আমাদের কাছে উপলব্ধ সর্বশেষ আপডেট অনুযায়ী, কাশ্মীরের জঙ্গি হানায় আমাদের রাজ্যের ৩ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক ও হৃদয়বিদারক ঘটনা।

তিনি জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে আমাদের প্রশাসন নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা দানে সমস্ত রকম প্রস্তুতি রেখেছে। মৃতদের দেহ ও পরিবারকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য সকল ব্যবস্থা করা হচ্ছে। বুধবারই রাত ৮.৩০ টায় কলকাতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ওই বিমানের। দিল্লিতে আমাদের আবাসিক কমিশনারের (resident commissioner) কার্যালয় থেকে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে। আমি ব্যক্তিগতভাবে তদারকি করছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাজ করছেন।


মুখ্যমন্ত্রী এদিন এক্স হ্য়ান্ডেলে আরও লেখেন, আমাদের সকলের জন্য এটি একটি দুঃখের সময়। কাশ্মীরে (Kashmir) ঘুরতে গিয়ে পর্যটকরা প্রাণ হারিয়েছেন জঙ্গিদের গুলিতে। তার মধ্যে আমাদের রাজ্যের তিনজন রয়েছেন। তাঁরা হলেন, কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী, সখের বাজারের বাসিন্দা সমীর গুহ এবং পুরুলিয়া ঝালদার বাসিন্দা মণীশ রঞ্জন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর মতো কোনও শব্দই যথেষ্ট নয়। আমার হৃদয় তাঁদের জন্য কাঁদছে। আমরা তাঁদের পরিবারের পাশে আছি। সর্বতোভাবে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

As per latest updated information made available to us, 3 persons from our State have died in the most unfortunate Kashmir violence.
All arrangements are being put up by our administration at Delhi Airport to help the family members of the victims and their onward journey to…
— Mamata Banerjee (@MamataOfficial) April 23, 2025
–


–

–

–

–

–

–
